সোমনাথ মিত্র, চুঁচুড়া, হুগলি: চুঁচুড়ায় পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। নিহত পুলিশকর্মীর নাম রবি পাত্র, বয়স ৫৮ বছর। সূত্রের খবর, ওই পুলিশ কর্মী চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীন কনস্টেবল পদে কর্মরত।


চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে জানা গিয়েছে, চুঁচুড়ায় একটি পুলিশ ব্যারাক আছে, সেই ব্যারাকে তিনি দীর্ঘদিন থাকেন। ব্যারাকের পাশেই একটি দোকানের চালায় রবিবার সন্ধ্যায় গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে চুঁচুড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলে অনুমান পুলিশের। সূত্রের খবর, তাঁর মানসিক অবসাদ ছিল। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাগালভি জানিয়েছেন, ঝুলন্ত অবস্থায় কনস্টেবলকে উদ্ধার করা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে কনস্টেবলের তা খতিয়ে দেখা হচ্ছে এবং ওঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।


আসানসোলে পুলিশকর্মীর দেহ উদ্ধার:
কদিন আগে আসানসোলের রেল আবাসন (rail quarter) থেকে পুলিশ অফিসারের (police officer) দেহ (body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল আসানসোলে (asansol)। মৃতের নাম নিতাই হালদার। আসানসোল উত্তর থানার ফৈয়জ-ই-আম ফাঁড়িতে কর্মরত ছিলেন। নাইট শিফট সেরে সকালেই ওই পুলিশকর্মী ফিরে আসেন মহুল ডাঙার রেল আবাসনে। দুপুর দুটো নাগাদ ফের অফিস যাওয়ার কথা ছিল। কিন্তু যাননি। সহকর্মীদের সন্দেহ হয়। নিতাইকে খুঁজতে আসেন অন্য পুলিশকর্মীরা। এর পরই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে এলাকায়। আসানসোল উত্তর থানার ফৈয়জ-ই-আম ফাঁড়িতে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর বা এএসআই পদে কর্মরত ছিলেন নিতাই। মহুয়া ডাঙার রেল আবাসনে একাই থাকতেন। 


নিউটাউনে গুলিতে আহত পুলিশ:
নিউটাউনে (Newtown) টেকনো সিটি থানার পুলিশ (Techno City Police Station) ব্যারাকে শ্যুটআউট। প্রজাতন্ত্র দিবসের আগের রাতে পুলিশ বারাকে গুলি চলার অভিযোগ উঠল। জখম হন এক সব ইন্সপেক্টর। পুলিশ সূত্রের খবর, অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের সার্ভিস রিভলভার থেকে গুলি চলে। সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লাগে। সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিযুক্ত ASI-কে সাসপেন্ড করা হয়েছে।  পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ নিউটাউন থানার সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষ জানিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষ তাঁর সার্ভিস রিভলভার পরিস্কার করছিলেন। সেই সময় হঠাৎ গুলি চলে। বুলেট লাগে কৌশিকের বাঁ পায়ে।  দুর্ঘটনাবশত গুলি চলেছে নাকি বিবাদের জেরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে? খতিয়ে দেখছে পুলিশ।


আরও পড়ুন: 'কলার ধরে জানতে চাইবেন, আবাসে কেন ঘর মেলেনি', বিজেপি বিধায়কের নিশানায় 'দিদির দূত'