মোহন দাস, হুগলি : পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল ( TMC )  প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ফের কারচুপির অভিযোগ উঠল। কখনও ছিঁড়ে দেওয়া হয় ব্য়ালট ( Ballot )  পেপার, কখনও ওঠে ব্যালট পেপার লুঠের অভিযোগ ! কখনও আবার অভিযোগ উঠেছে ছাপ্পা ভোটের । তৃণমূলের প্রার্থী বাছাই ঘিরে গোপন ভোটাভুটিতে বিশৃঙ্খলা যেন থামতেই চাইছে না! এবার ঘটনাস্থল হুগলির আরামবাগ! 



ব্যালট পেপারের ফটোকপি পূরণ করিয়ে বক্স ফেলা হচ্ছিল !
মঙ্গলবার রাতে সেখানে হরিণখোলা ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি চলছিল। অভিযোগ, সেই সময় অঞ্চল সভাপতির উপস্থিতিতে ব্যালট পেপারের ফটোকপি পূরণ করিয়ে বক্স ফেলা হচ্ছিল। দেখতে পেয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানান ভোট পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার মহিলা কর্মী। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ। যদিও এতে দলের অন্দরেই চক্রান্ত দেখছেন অভিযুক্ত অঞ্চল সভাপতি।

হরিণখোলা ১ এর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি পার্থ হাজারি বলেন, 'দলের মধ্যেই দুনম্বরি চলছে। আমি কোনও জেরক্স করিনি। ভোটাভুটিতেই গন্ডগোল। অভিষেককে জানাব'। অন্যদিকে, পুড়শুড়া ব্লকের তাঁবুতে সবাইকে দেখিয়ে গোপন ব্যালটে ভোট দিতে হয় বলেও অভিযোগ ওঠে । অন্যদিকে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, তৃণমূল দলটাই চোরের । ভোটের সময় কীভাবে চুরি করে ভোট করবে তার ট্রেনিং।

কুণাল ঘোষের প্রতিক্রিয়া 


এই  ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস রাজ্য় সাধারণ সম্পাদক, কুণাল ঘোষ বলেন, 'ভোটাভুটিতে গন্ডগোল হলে তা বাতিল করা হচ্ছে। এতবড় কর্মসূচিতে এমন ঘটনা ছোটখাটো ব্যাপার। কোথাও এরকম ঘটে থাকলে সেখানে পুনরায় ভোট নেওয়া হবে' । জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে কাকে প্রার্থী করতে চান, তা জানাতে গোপন ব্য়ালটের ব্যবস্থা করা হয়েছিল। ভোট যদি দেখিয়েই দিতে হয় তাহলে আর গোপন ব্যালেটের প্রয়োজন কী? উঠছে প্রশ্ন। 


আগেও নবজোয়ারে ব্যালট বিশৃঙ্খলা  


মে মাসে বীরভূমে নবজোয়ার কর্মসূচির শুরুর দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়ে যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই কর্মীদের মধ্য়ে শুরু হয় ব্যালট নিয়ে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। অন্যদিকে, মুর্শিদাবাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে, প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। এমনকী ক্যাম্পের বাইরে ফেলে দেওয়া হয় ব্যালট বক্স। ওঠে স্বজনপোষণ ও ছাপ্পা ভোটের অভিযোগও।  বড়ঞায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যাম্পে ছিলেন, সেখানেই চলছিল ভোটাভুটি। কিন্তু চার-পাঁচটি ব্লকের ভোটাভুটির সময় উত্তেজনার সৃষ্টি হয়।