সৌরভ বন্দ্যোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, বলাগড়: নিখোঁজ শিশুর দেহ উদ্ধার বলাগড়ে। বলাগড়ের গুপ্তিপাড়ায় বাড়ির কাছ থেকেই উদ্ধার হল চার বছরের শিশুর দেহ। গতকাল বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় শিশু।
খুনে জড়িত সন্দেহে আটক: বলাগড়ের গুপ্তিপাড়ায় বাড়ির পাশে শৌচাগার থেকে উদ্ধার হল চার বছরের নিখোঁজ শিশুর দেহ। খুনে জড়িত সন্দেহে বলাগড় থানার পুুলিশ শিশুর ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমাকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল তান্ত্রিকের কাছে যান শিশুর ঠাকুরদা -ঠাকুরমা। তবে কি শিশু খুনের নেপথ্যে তন্ত্র-যোগ? খতিয়ে দেখছে পুলিশ।
গতকাল সকালে বাড়ির সামনে খেলার সময় রহস্যজনকভাবে উধাও হয়ে চার বছরের শিশু। পুলিশ কুকুর এনে, ড্রোন উড়িয়ে তল্লাশি চলে। সেই সময় কিছু না মিললেও, আজ সকালে বাড়ির পাশেই শৌচাগারে নাতির দেহ পড়ে থাকতে দেখেন ঠাকুরদা। এতেই সন্দেহ বাড়ে পুলিশের। ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমার বয়ানে অসঙ্গতি মেলায় তাঁদের আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, শিশুর মা-বাবার সঙ্গে ঠাকুরদা-ঠাকুমা-জেঠিমার সম্পর্ক ভাল ছিল না। তবে কি পারিবারিক বিবাদের জেরেই খুন? তাও খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে ১০ ঘণ্টার অপারেশনের পর বেলুড়ের অপহৃত ব্যবসায়ী ও তাঁর ভাইকে মুর্শিদাবাদের ফরাক্কার একটি হোটেল থেকে উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। ৫ জন অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতরা নদিয়া ও মালদার বাসিন্দা। বেলুড়ের ভোটবাগানের বাসিন্দা ছাঁট লোহার ব্যবসায়ী ও তাঁর ভাই ব্যবসার কাজে বৃহস্পতিবার নদিয়ায় যান। অভিযোগ, সেখান থেকে তাঁদের অপহরণ করা হয়। ব্যবসায়ীর পরিবারকে ফোন করে সাড়ে ৫ কোটি টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ প্রথমে নদিয়ায় যায়। তার আগেই ব্য়বসায়ী ও তাঁর ভাইকে নিয়ে অপহরণকারীরা ফরাক্কায় রওনা দেয়। সেখান থেকেই পরে অপহৃতদের উদ্ধার করে পুলিশ। ব্যবসায়িক শত্রুতার কারণেই অপহরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ultadanga Fire: উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন