হুগলি: ভোট প্রচারে তুমুল ব্যস্ত সব দলের নেতা-নেত্রীরা। এদিকে, প্রচারে বেরিয়ে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালের অব্যবস্থার অভিযোগে সরব লকেট চট্টোপাধ্যায়।                                                       


কী অভিযোগ তুলেছেন লকেট? 


চিকিৎসক ছাড়াই টেকনিশান দিয়ে ইউএসজি করানোর অভিযোগ উঠেছে। সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ মেশিন ব্যবহারের অভিযোগ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। রোগীদের এই হাসপাতালে পরীক্ষা না করানোর পরামর্শ হুগলির বিজেপি প্রার্থীর। 'মেশিন এক্সপায়ার করে না, লাইসেন্স ল্যাপস হয়', রিনিউয়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে শোকজ, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন সিএমওএইচ। 


সিঙগুরে সরকারি হাসপাতালে 'মেয়াদউত্তীর্ণ' মেশিন ব্যবহার করা হচ্ছে! অভিযোগ তুললেন লকেট চট্টোপাধ্যায়। ভোটের মুখে মিথ্যে প্রচার করছেন বিজেপি প্রার্থী। পাল্টা দাবি করেছে তৃণমূল। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 


সিঙ্গুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক অর্পিতা মুখোপাধ্যায় বলেন, 'ম্যাডাম যে তথ্যটা আমাদের আজ প্রমাণ করেছেন সেটা আমাদের জানা ছিল না। আমাদের এই বিষয়ে কোনও আইডিয়া ছিল না যে মেশিনটা ২০১৭ থেকে মেয়াদউত্তীর্ণ বা বেআইনিভাবে চলছে, সেই তথ্য আমাদের কারও কাছে ছিল না।' 


আরও পড়ুন, ফের চাকরি হারানোর আশঙ্কা! এবার ২০১৪-এর টেটেও 'যোগ্য-অযোগ্য' প্রশ্ন হাইকোর্টের


পাল্টা সুর চড়ান লকেট। তিনি বলেন, 'জানা ছিল না। দেখুন উনি বলছেন জানা ছিল না। ভাবুন, এদের হাত দিয়ে কী সর্বনাশ করাচ্ছে দেখুন সরকারি হাসপাতালে। এদের হাত দিয়ে কী সর্বনাশ করাচ্ছে , ২০১৭ সালে মেয়াদউত্তীর্ণ। ২০২২-এ আবার দেওয়া হয়েছিল। ২০২২ লেখা। রিনিউয়াল হয়নি। লাইসেন্স ছাড়া এবং কে করছে? CMOH-এর সই রয়েছে। CMOH হুগলি, ঘুমিয়ে আছেন সই করে।' 


সব মিলিয়ে ভোটের মুখে সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে বিজেপি প্রার্থীর অভিযোগ ঘিরে চড়ছে রাজনীতির পারদ।                                                                    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে