সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ১১ দিন পার হয়ে গেলেও এখনও পাকিস্তানে বন্দি বাংলার BSF জওয়ান (BSF Jawan Detained)। এই আবহেই ভারতের BSF- এর হাতে বন্দি পাক রেঞ্জার্স জওয়ান আটক হয়েছে। আর তাতেই পূর্ণমকুমার সাউয়ের ছাড়া পেতে সুবিধা হবে মনে করছে তাঁর পরিবার। 

কবে ফিরবেন বাড়ি? পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ নিয়ে আর কোনও সংশয় নেই। যে কোনও মুহূর্তে, পাকিস্তানের ওপর পাল্টা আঘাত হানাতে প্রস্তুত ভারতীয় সেনা। এই আবহে পাকিস্তান থেকে কবে নিজের দেশে ফিরতে পারবেন বিএসএফ জওয়ান পূর্ণম? সেই উদ্বেগ যাচ্ছে না পরিবারের। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গেছিলেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। এই আবহে গতকাল রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাক রেঞ্জার্সের জওয়ানকে আটক করে BSF। সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিষড়ার BSF জওয়ানের পরিবার। এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। তাঁরা আশাবাদী এবার অন্তত পূর্ণমকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে তারা।

১১ দিন পেরিয়ে গিয়েছে। এখনও পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। ফিরোজপুর বর্ডারে ডিউটি করার সময় তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বার বার ফ্ল্যাগ মিটিং করে ভারত। কিন্তু পাকিস্তানের তরফে পূর্ণমকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনও সদিচ্ছা দেখা যায়নি।গতকাল পাক রেঞ্জার্সের জওয়ান BSF-এর হাতে আটক হওয়ায় এবার অন্তত তাকে দিয়ে পূর্ণমকে ছাড়াতে পারবে বিএসএফ মনে করছেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ।

গত সপ্তাহের জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী পাঠানকোটে গিয়েছিলেন। সঙ্গে ছিল ছেলে ও পরিবারের কয়েকজন সদস্য। সেখানে BSF-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের সিও র সঙ্গে কথা বলেন। বিএসএফ আশ্বস্ত করে তাঁদের। পরিবার সূত্রে খবর, সাক্ষাতের পর কয়েকদিন ধৈর্য ধরতে বলা হয়। পূর্ণমকুমারকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে বলে জানানো হয়। পূর্ণমে স্ত্রী জানিয়েছিলেন আরও কয়েকদিন অপেক্ষা করবেন তিনি। দিল্লিতে গিয়ে বিএসএফের শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করবেন। তবে যতদিন কাটছে ততই বাড়ছে দুশ্চিন্তা। তবে তার মধ্যে একটা স্বস্তির খবর পাকিস্তান রেঞ্জার্স জওয়ান আটক হওয়া। এর ফলে পূর্ণম ফিরতে পারেন বলে আশাবাদী তাঁরা। পাঠানকোট থেকে ফেরার পর রজনী বলেছিলেন, "আমি সন্তুষ্ট, আশাবাদী। বিএসএফ ফিরিয়ে আনবে বলেছে, আধিকারিকরা বলেছেন কথা চলছে।''