সোমনাথ মিত্র, হুগলি: রেললাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক নিয়ে কাজ রয়েছে (Hooghly News)। তার জেরে হাওড়া-তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিঙ্গুর এবং নালিকুলের (Nalikul News) মধ্যে বিকেল ৫টা পর্যন্ত ট্রেন চলাচল করবে না বলে জানা গিয়েছে (Local Train Services)। শনিবার সকাল  থেকে সেই মর্মে সিঙ্গুর স্টেশনে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে (Singur News)। আবার ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে মাইকিং হচ্ছে গোঘাটেও (Goghat News)। 


হাওড়া-তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে


শনিবার সকাল থেকে সিঙ্গুর স্টেশনে রেলের তরফে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। তাতে বলা হয়েছে, আগামী কাল, অর্থাৎ ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে পর দিন, অর্থাৎ সোমবার বিকেল ৫টা পর্যন্ত ওই লাইনে কোনও ট্রেন চলাচল করবে না। 


রেলের তরফে জানানো হয়েছে, ওই সময়ের মধ্যে হাওড়া থেকে দিয়ারা পর্যন্ত  ছ'টি ট্রেন চলবে। আবার ছ'টি ট্রেন দিয়ারা থেকে ফেরত যাবে হাওড়ায় । অন্য দিকে, তারকেশ্বর থেকে হরিপাল পর্যন্ত ছ'টি ট্রেন চলবে। আবার ছ'টি ট্রেন তারকেশ্বর ফেরত যাবে।  


আরও পড়ুন: Kuntal Ghosh: চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১৯ কোটি তোলার অভিযোগ, ইডি-র হাতে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল


রেল সূত্রে গিয়েছে, সিঙ্গুর থেকে নালিকুল স্টেশনের মাঝে ২২-০১-২৩ তারিখ রবিবার এবং ২৩-০১-২৩ তারিখ সোমবার, এই দু'দিন ট্রাফিক এবং পাওয়ার ব্লক-সহ দু'দিনের নন ইন্টারলকিং কাজ হবে। এর ফলে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত সিঙ্গুর থেকে নালিকুলের  মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। 


শনিবার সকাল থেকে সিঙ্গুর স্টেশনে রেলের তরফে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে


এর ফলে, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-গোঘাট লাইনে একাধিক আপ এবং গাউন ট্রেন বাতিল করা হয়েছে। শুধুমাত্র এই সময়ে মধ্যে হাওড়া থেকে দিয়ারা পর্যন্ত  ছ'টি ট্রেন যাতায়াত করবে। অন্য দিকে, তারকেশ্বর থেকে হরিপালের মধ্যে ছ'টি করে ট্রেন হরিপাল যাবে এবং ফের ফিরবে তারকেশ্বরে।