কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ। তদন্তে অসহযোগিতার অভিযোগে যুব তৃণমূল (Trinamool Youth Congress) নেতাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। প্রায় ২৩ ঘন্টা তল্লাশি চালানোর পর গ্রেফতার কুন্তল (Kuntal Ghosh)। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে, দাবি ইডির। প্রথমে আটক করা হয় কুন্তলকে। তার পর গ্রেফতার করা হয় যুব তৃণমূল নেতাকে।
তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার কুন্তল ঘোষ
গতকাল সকাল ৭টা নাগাদ ইডি-র আধিকারিকরা কুন্তলের ফ্ল্যাটে পৌঁছে যান। তার পর দিনভর চলেছে তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন একাধিক সম্পত্তি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু বসেই সম্পত্তির উৎস নিয়ে সদুত্তর দিতে পারেননি কুন্তল। শুধু তাই নয়, একাধিক প্রশ্নের উত্তরও কুন্তল এড়িয়ে যান বলে অভিযোগ।
কুন্তলের বিরুদ্ধে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তাতে নিয়োগ দুর্নীতির তদন্তে গতকাল সকাবলে নিউটাউনে কুন্তলের দুটি ফ্ল্য়াটে অভিযান চালায় ইডি। সকাল থেকে রাত পর্যন্ত চলে ম্যারাথন তল্লাশি। তার পরই শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
কুন্তলের বিরুদ্ধে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ
গতকাল কুন্তলের ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি, বলাগড়ে অভিযান চালানো হয় যুব তৃণমল নেতা ও হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য ও কারিগরি কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়িতেও। এই দু'জনের নামই প্রথম উঠে এসেছিল নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মানিক-ঘনিষ্ঠ তাপসের মুখে। কুন্তলের বিরুদ্ধে তিনি চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১৯ কোটি টাকা তোলার অভিযোগ তোলেন তিনি। এর পর তিন দফায় কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার পর গতকাল তাঁর ফ্ল্যাটে হানা দেয় ইডি।
কুন্তলের বিরুদ্ধে তাপস অভিযোগ করেছিলেন যে, শুধুমাত্র ৩২৫ জন টেট প্রার্থীর থেকেই নয়, চাকরির নামে টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি এবং অর্গ্য়ানাইজার টিচারদের থেকেও। রসিদ দিয়ে টাকা নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, এমন অভিযোগও সামনে এসেছে ইতিমধ্যেই।