সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বিদ্যালয়ের মধ্যেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। স্কুল চলাকালীন ছাত্রীদের মাথার উপর ভেঙে পড়ল পাখা! এই ঘটনায় আহত হয়েছেন চার ছাত্রী।            


ঠিক কী ঘটেছে? 


পান্ডুয়ার রাধারানী গার্লস হাইস্কুলে আজ দুপুরে টিফিনের সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে ছাত্রীদের মধ্যে। ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যান সকলেই। টিফিনের সময় যখন নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলেন পড়ুয়ারা সেই সময়ই ঘূর্ণনরত সিলিং ফ্যানটি আচমকা মাথায় পড়ে যায়। 


স্কুল পরিচালন সমিতির সভাপতি অসিত চট্টোপাধ্যায় জানিয়েছেন, টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন করছিল ছাত্রীরা। হঠাৎই এটি পাখা মাথার উপর ভেঙে পড়ে। আহত হয় চার ছাত্রী।তড়িঘড়ি তাদেরকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা হয়। দুজনকে স্ক্যান করানোর জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়।                                               


আরও পড়ুন, দুর্গাপুজোর জন্য বিরাট ঘোষণা, ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান, পরের বছর কত? 


আহত এক ছাত্রীর বাবা রেজ্জাক মোল্লা জানান, মেয়েরা স্কুলের টিফিনের সময় ঘরে বসে টিফিন করছিল। হঠাৎ করেই মাথার উপর এটি পাখা ভেঙে পড়ে। স্কুলের দিদিমণিরা সবাই হাসপাতালে নিয়ে যায় আহত ছাত্রীদের। রক্ষণাবেক্ষণ এর অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। 


স্কুল পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন ছাত্রীদের চিকিৎসার সমস্ত খরচ স্কুল বহন করবে।                                                                                         


রাজ্যের আরও একটি খবর- 


কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরে ছাত্রের মত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল। শিক্ষকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিকেব অভিভাবক, গ্রামবাসী এমনকী ছাত্রদের একাংশও। মারধর করা হয়েছিল শিক্ষকদের। ভাঙচুর করা হয় স্কুলেও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে