সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: আর জি কর (R G Kar News) মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার বিচার-সহ একগুচ্ছ দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানে বসে আছেন জুনিয়র চিকিৎসকরা। গানে স্লোগানে চলছে প্রতিবাদ। এই প্রেক্ষাপটে, বুধবার ঘণ্টাখানেকের জন্য কর্মবিরতি পালন করলেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের চিকিৎসকরা।


কর্মবিরতি পালন: হুগলি জেলা হাসপাতালে পেন ডাউন করলেন চিকিৎসকরা। বুধবার, সকাল থেকে আউটডোর চালু থাকলেও সাড়ে বারোটা থেকে কর্মবিরতিতে নামেন চিকিৎসকরা। তাঁদের দাবি, যে দুর্নীতি চলছে, তার পরিবর্তন দরকার। তবে, চিকিৎসকরা জানিয়েছেন জরুরি পরিষেবা চালু রয়েছে। চিকিৎসকরা জানান, জেলা হাসপাতাল হলেও অনেক পরিকাঠামোর অভাবে সব সময় সঠিক চিকিৎসা দেওয়া যায় না। ফলে রেফার করতে হয়। যার জন্য ডাক্তাররা দায়ী নন। শুধু একজন চিকিৎসক ধর্ষণ-খুন হয়েছেন এমনটা ভাবলে হবে না। যে দুর্নীতি, যে গুন্ডামি মাফিয়া রাজ চলছে এই ব্যবস্থার পরিবর্তন দরকার। ডাক্তাররা সংস্কারে নেমেছেন, তাই সবাইকে এই আন্দোলনে পাশে থাকার আবেদন জানান।                                       


এদিকে জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে এক ক্যানসার আক্রান্ত রোগিণীকে মৃত অবস্থায় আনা হয় হাসপাতালে। ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে জুনিয়র চিকিৎসকরা ময়নাতদন্তের কথা বলায় বেঁকে বসে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট দেওয়ার দাবি জানান মৃতের পরিবারের সদস্যরা। রাজি না হওয়ায় জুনিয়র চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে বলে অভিযোগ। প্রতিবাদে রাত ১২টা থেকে আড়াইটে পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সির সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা। শেষপর্যন্ত স্বাস্থ্য আধিকারিকরা এসে আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর অবস্থান তুলে নেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের নিরাপত্তার ঘাটতির কথা মেনে নেন, অ্যাডিশনাল মেডিক্যাল সুপার। পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরের পুলিশ আধাকারিকদের সঙ্গে বৈঠকে করেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। জোরদার করা হয় হাসপাতালের নিরাপত্তা। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত হচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Senior Doctor Protest: এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল ঘেরাও, পথে নামলেন সিনিয়র চিকিৎসকরা