সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: উত্তরপাড়া (Uttarpara) সরকারি হোমের দুই কিশোরীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, চোদ্দজন স্কুলে গেলেও হোমে ফিরে আসে বারোজন। ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। দুই কিশোরীর খোঁজ চালাচ্ছে পুলিশ।
সরকারি হোমের দুই কিশোরী নিখোঁজ-
জানা যাচ্ছে, ২০১৯ সাল থেকে উত্তরপাড়া চিলড্রেন হোম ফর গার্লসের আবাসিক নিখোঁজ দুই কিশোরী। দুজনেই উত্তরপাড়া অমরেন্দ্র গার্লস স্কুলের ছাত্রী। আজ সকালে হোমের অন্য আবাসিকদের সঙ্গে স্কুলে যায় তারা। কিন্তু স্কুল ছুটির পর আর হোমে ফিরে আসেনি। দুই কিশোরীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া মাত্র হোম কর্তৃপক্ষ রেল স্টেশন, ফেরিঘাটসহ বিভিন্ন জায়গায় খোঁজ চালায়। কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। এরপরই হোমের পক্ষ থেকে উত্তরপাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন - Nil Shasti 2022: আজ নীলষষ্ঠী, তারকেশ্বর মন্দিরে উপচে পড়ছে ভক্তের ঢল
উত্তরপাড়া সরকারি হোম চিল্ড্রেন হোম ফর গার্লসের সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়ার মাখলার বাসিন্দা এক কিশোরী গত ২০১৯ সালের মার্চ মাস থেকে এবং ব্যান্ডেলের এক কিশোরী ওই বছরই আগস্ট মাস থেকে হোমে ছিল। হোম থেকে কিছুটা দূরে উত্তরপাড়ারই অমরেন্দ্র গার্লস স্কুলে তারা পড়াশোনা করত। পুলিশের পক্ষ থেকে জানান হয় যে, অনাথ শিশুদের উত্তরপাড়ার এই হোমে রাখা হয়। স্কুলে যাওয়ার পর তারা আর হোমে ফিরে আসেনি। অভিযোগ পেয়েই তাঁরা দুই কিশোরীর সন্ধানে খোঁজ চালাচ্ছেন।
উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড সিপিআইএম কাউন্সিলর সুস্মিতা সরকার বলেন, 'হোমের দুটি বাচ্চা নিখোঁজ হয়েছে শুনেছি। হোম থেকে পুলিশকে জানানো হয়েছে। আশা করি তাড়াতাড়িই উদ্ধার হয়ে যাবে।' শ্রীরামপুর মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী টেলিফোনে জানিয়েছেন, চোদ্দজন স্কুলে গিয়েছিল তার মধ্যে বারোজন হোমে ফিরে আসে। দুজন না ফেরায় তাদের খোঁজ চলছে। সরকারি হোমের দুই কিশোরীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।