সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: লক্ষ্য ছিল পুলিশের চাকরির। চলছিল পরীক্ষার জন্য প্রস্তুতি চলছিল। আর প্র্যাক্টিসের পর স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। চুঁচুড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু (Electrocuted Death) হল আকাশ সিংহ নামে বছর ২২-এর এক যুবকের। ঘটনায় শোকের ছায়া এলাকায়।


ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দত্ত কলোনীর বাসিন্দা আকাশ সিংহ। কয়েকজন বন্ধুর সঙ্গে রোজই দৌড়তে যান চুঁচুড়া কৃষি খামারে। চুঁচুড়া স্টেশনের কাছে ধান গবেষণা কেন্দ্রের ভিতর রয়েছে কৃষি খামার। সেখানে ফাঁকা রাস্তায় তাঁরা প্র্যাকটিস করেন। এদিন সকালে প্রতিদিনের মতোই গিয়েছিলেন আকাশ। তাঁর সঙ্গে সাগর বিশ্বাস নামে এক বন্ধু ছিল। প্র্যাক্টিস শেষে গভীর নলকূপের জলে স্নান করতে যান তাঁরা। নলকূপের পাইপে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হয় আকাশ। তাঁর বন্ধু বুঝতে পেরে রাস্তা থেকে টোটো ডেকে আনে।এক কৃষি শ্রমিক তখন জমিতে কাজ করছিলেন, তাঁর সাহায্যে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 


আকাশের বাবা লক্ষ্মী নারায়ণ সিংহ দিনমজুর। আকাশ বাড়ির বড় ছেলে। তাঁর এক ভাই এক বোন আছে। সংসারের হাল ধরতে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছিলেন তিনি। পুলিশ মিলিটারিতে সুযোগ পেতে দৌড়াতেন প্রতিদিন। তাঁর সেই দৌড় এভাবে থেমে যাওয়ায় শোকস্তব্ধ প্রতিবেশী, বন্ধুরা। তাঁদের অভিযোগ চুঁচুড়ায় যত মাঠ সব ফেন্সিং দিয়ে ঘিরে দেওয়ায় দৌড়ানোর মাঠ পাওয়া যায় না। তাই বন্ধুদের সঙ্গে ফার্মে দৌড়াতে যেতেন আকাশ। দৌড় শেষে স্নান করে বাড়ি ফিরতেন। কিন্তু আজ আর বাড়ি ফেরা হল না। 


চলতি মাসেই পূর্ব বর্ধমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রৌঢ় এক দম্পতির। পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ১২ নম্বর ওয়ার্ডের খয়রাপাড়ায় ঘটনাটি ঘটে। মৃতদের নাম হারাধন খয়রা (৬০) ও ছায়া খয়রা (৫৩। স্থানীয় সূত্রে জানা যায়, প্রৌঢ়া ও এক প্রতিবেশী বাড়ির বাইরে গল্প করছিলেন। কিছুক্ষণ পর তাঁরা বাড়ির ভিতরে গিয়ে দেখতে পান হারাধনবাবু মাটিতে পড়ে আছেন। ছায়াদেবী তাঁকে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। ছিটকে পড়ে যান ওই প্রতিবেশী মহিলা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jayanta Singh Update: জয়ন্তর তাণ্ডবে শ্রমিক সংগঠনের অফিসে ঢুকতে পারছেন না, এবার সরব তৃণমূল কাউন্সিলর