মুম্বই: অবশেষে চারিদিকে এত শোরগোল হওয়ার পর টনক নড়ল বিসিসিআইয়ের (BCCI)। ক্যান্সার আক্রান্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অংশুমান গায়কোয়াডের (Anshuman Gaekwad) পাশে দাঁড়াল বিসিসিআই। প্রাক্তন ক্রিকেটারের জন্য ১ কোটি টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। অ্যাপেক্স কাউন্সিল থেকে গায়কোয়াডের পাশে দাঁড়ানোর কথা জানানো হয়েছে। 


উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অংশুমান গায়কোয়াড। রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতে দেশে ফেরার পর বোর্ডের তরফে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। এরপরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই আওয়াজ তুলেছিলেন যে ক্যান্সার আক্রান্ত অংশুমান গায়কোয়াডের জন্য আর্থিক সাহায্যের কথা জানাক বোর্ড। তিরাশির বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কিংবদন্তি কপিল দেব পর্যন্ত নিজের একসময়ের সতীর্থের এই খারাপ অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ''খুবই দুঃখের ও হতাশাজনক বিষয়। আমি কষ্ট পেয়েছি। কারণ, আমি অংশুর সঙ্গে খেলেছি। ওঁকে এই অবস্থায় দেখতে পারব না। কারও ভোগা উচিত নয়। আমি জানি, বোর্ড বিষয়টি দেখবে। কাউকে আমরা জোর করছি না। অংশুকে যে সাহায্যটাই করবেন তা আপনার অন্তর থেকে আসা উচিত। ভয়ঙ্কর সব জোরে বোলারদের সামনে দাঁড়িয়ে মুখে-বুকে আঘাত খেয়েছে অংশু। এখন আমাদের ওর পাশে দাঁড়ানো উচিত। আমি নিশ্চিত, আমাদের ক্রিকেট ভক্তরা ওঁকে আশাহত করবেন না। ওঁরা অংশুর আরোগ্য কামনা করবেন।" অবশেষে বোর্ডও এবার প্রাক্তন ক্রিকেটারের পাশে দাঁড়াল।


উল্লেখ্য, দেশের হয়ে ১৯৭৪-১৯৮৭ সাল পর্যন্ত খেলেছিলেন অংশুমান গায়কোয়াড। একসময় জাতীয় দলের কোচও ছিলেন তিনি। সৌরভের নেতৃত্বে ২০০০ সালে যে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি রানার্স আপ হয়, সেই দলের কোচ ছিলেন অংশুমান। উল্লেখ্য, দেশের হয়ে ৪০ টেস্ট ও ১৫টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন অংশুমান।


উল্লেখ্য, ১৩ বছর পর বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ২০১১ সালে শেষবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। এরপর ২০২৪ সালে গত শনিবার রােহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। দলের এই সাফল্যের জন্য বোর্ডের তরফ থেকে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। যার পরিমাণ জানানো হয়েছে প্রায় ১২৫ কোটি টাকা।


আরও পড়ুন: পছন্দের সর্বকালীন সেরা একাদশ বেছে নিলেন যুবরাজ, তালিকায় কাদের রাখলেন ?