কলকাতা: হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেসের নেতা তিনি (Trinamool Youth Congress)। দলের জন্য মারকাটারি কাজ করেছেন বলে এ যাবৎ শোনা যায়নি। এমনকি কলকাতায় জোড়াফুল (TMC) নেতাদের অনেকেও তাঁর সম্পর্কে সম্পূর্ণ ভাবে ওয়াকিবহাল নন। সেই কুন্তল ঘোষই (Kuntal Ghosh) এখন খবরের শিরোনামে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে শনিবার তাঁকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। চাকরিপ্রার্থীদের কাছ থেকে তিনি ১৯ কোটি টাকা তোলেন বলে অভিযোগ (SSC Case)। 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট


নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তলের নাম। কে এই কুন্তল ঘোষ? তিনি হুগলির যুব তৃণমূল নেতা। তাঁকে কখনও যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে একই ছবিতে দেখা গিয়েছে, কখনও আবার দেখা গিয়েছে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে।


Kuntal Ghosh: পরিচয় ছিল না পার্থর সঙ্গে, ৫০ লক্ষ চেয়েছিলেন তাপসই, মারাত্মক অভিযোগ যুব তৃণমূল নেতা কুন্তলের


সেই কুন্তল ঘোষের বিরুদ্ধেই তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন যে, শুধুমাত্র ৩২৫ জন টেট প্রার্থীর থেকেই নয়, চাকরির নামে টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি এবং অর্গ্য়ানাইজার টিচারদের থেকেও। রসিদ দিয়ে টাকা নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, এমন অভিযোগও সামনে এসেছে ইতিমধ্যেই। 


চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১৯ কোটি টাকা তোলেন কুন্তল!


শুধু তাই নয়, তাপস মণ্ডলের আরও অভিযোগ, টেট প্রার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্যই মাথাপিছু ১ লক্ষ টাকা করে নিয়েছিলেন কুন্তল। যাঁদের চাকরি হয়, তাঁদের থেকে আরও ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়। অর্গানাইজার টিচার পদের জন্য ২ হাজার ৬০০ জনের থেকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে নেওয়া হয়। এছাড়া ১০০ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের প্রত্যেকের থেকে নেওয়া হয় ২ লক্ষ টাকা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সেই কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি। আজই আদালতে তোলার কথা তাঁকে। 


তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগসাজশের কথা এখনও পর্যন্ত স্বীকার করেননি কুন্তল। বরং রবিবার সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় ছিল না তাঁর। বরং ২০১৫ সাল থেকে তাপস মণ্ডলের সঙ্গেই কাজ করছিলেন। তাপস তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন, তা না দেওয়াতেই চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন কুন্তল।