সোমনাথ মিত্র, হুগলি: ছোটবেলা থেকেই ইংল্যান্ডের রানি এলিজাবেথের খুব ভক্ত ছিলেন গ্ৰামের এই তরুণী। রানির মতো পোশাক পছন্দ হলেও গ্ৰামে সেসব পাওয়া যেত না, তাই বাইরে থেকে তাঁর জন্য আধুনিক পোশাক আনিয়ে দিত তাঁর পরিবার। পরবর্তীকালে সেই রানি এলিজাবেথ তাঁর তৈরি পোশাকের ডিজাইন পছন্দ করে দফতর থেকে অভিনন্দন বার্তা পাঠাবেন, এটাও যেন তাঁর কাছে স্বপ্নের মতো। আজ তাঁর নাম আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় পরিচিত।


হুগলির বাদিনান গ্ৰামে থাকেন রানি এলিজাবেথের ভক্ত প্রিয়াঙ্কা


হুগলির পোলবা-দাদপুর ব্লকের বাদিনান গ্ৰামের তরুণী প্রিয়াঙ্কা মল্লিক। অনলাইন দুনিয়ার ফ্যাশন বাজারে এখন খুবই পরিচিত শহর থেকে অনেক দূরে বাদিনান গ্ৰামের এই তরুনীর নাম। কারণ চলতি মাসেই শুরু হচ্ছে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসে রাজা ও রানির রাজ্যাভিষেক উৎসব। সেখানে রানির পোশাকের জন্য পাঠানো ডিজাইনের কোনও সদর্থক বার্তা আসা গ্ৰামের বাড়িতে, তা সত্যিই অভিভূত করেছে গ্ৰামের এই তরুণী ফ্যাশন ডিজাইনারকে।


কী লেখা রয়েছে অভিনন্দন বার্তায় ?


কুইন কনসর্টের ডেপুটি প্রাইভেট সেক্রেটারির পক্ষ থেকে পাঠানো বার্তায় প্রিয়াঙ্কা মল্লিককে জানানো হয়েছে, 'আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কুইন কনসোর্টের পক্ষ থেকে। আপনার সুন্দর পোশাকের ডিজাইন পাঠানোর জন্য। তাঁর মহিমা স্পর্শ ছিল যে আপনি এতদূর এই ভাবে ভাবেন। এবং আপনার স্কেচ পাঠানোর জন্য আমাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি খুব প্রতিভাবান শিল্পী।'


অভিনন্দন বার্তাই নতুন প্রেরণা যোগাচ্ছে প্রিয়াঙ্কার মনে


এই অভিনন্দন বার্তাই নতুন প্রেরণা যোগাচ্ছে প্রিয়াঙ্কা মল্লিকের মনে। যদি কোনওদিন তার তৈরি পোশাক ও রাজার কোর্টের জন্য তৈরি ব্যাচ ,রাজা রানি  পরিধান করেন তাহলে তিনি আরও বেশি গর্বিত হবেন। তবে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এবং আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় তার নাম যথেষ্ট পরিচিত হয়েছে। অভিনন্দন বার্তাও আসছে বিভিন্ন জায়গা থেকে।


ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা


 সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন প্রিয়াঙ্কা মল্লিক। পরবর্তীকালে অন লাইনে  ইতালীর মিলান থেকে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন । ই-কমার্সের মাধ্যমে তাঁর ফ্যাশান ডিজাইন পৃথিবীর নিজস্ব ব্র্যান্ড খোলেন প্রিয়াঙ্কা। অনেক দেশে তার তৈরি ডিজাইন সমাদৃত। বঙ্গতনয়া ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনালের একজন মেম্বার, ইউনেস্কোর একজন এডুকেশন  ট্রান্সফরমার, জি-২০,জি-৭ মিটিংয়ে অনলাইন অংশ গ্ৰহণ করেছিলেন। এছাড়াও একাধিক আন্তর্জাতিক ইভেন্টে অনলাইনে অংশগ্ৰহণ করতে ডাক পান প্রিয়াঙ্কা। 


আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন? 


'আমি খুবই গর্বিত'


বঙ্গতনয়া ফ্যাশন ডিজাইনার বলেন, 'এটা আমি ভাবতেই পারিনি, রাজা ও রানি তাদের রাজ্যাভিষেকে আমার ডিজাইন করা পোশাকটি পছন্দ করবেন। এবং রানি নিজে আমাকে ব্যক্তিগতভাবে চিঠি পাঠাবেন। কোথায় ইংল্যান্ড আর কোথায় আমাদের এই গ্রাম। বাকিংহাম প্যালেসের সবাই আমাকে খুব এ বিষয়ে সাহায্য করেছে। তাই আমি খুবই গর্বিত।' প্রিয়াঙ্কার দাদা রাজেশ মল্লিক বলেন, 'প্রিয়াঙ্কার কৃতিত্বে আমরা ও আমাদের পরিবার খুবই গর্বিত। বিভিন্ন সামাজিক মাধ্যমে ওর কৃতিত্ব যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে বিভিন্ন জায়গা থেকেও ওকে অনেকে অভিনন্দন জানাচ্ছে।'