সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ব্যাঙ্ক বেসরকারিকরণ (Bank Privatisation) ও সংযুক্তিকরণের ফলে ক্ষতি হচ্ছে। বাড়ছে কর্মহীন হওয়ার আশঙ্কা। কেন্দ্রের ব্যাঙ্ক-নীতির প্রতিবাদে, সভা থেকে এই অভিযোগ তুলল, অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন (All India Nationalised Bank Officers Federation)। হুগলির শ্রীরামপুরের (Serampore) সভায় উপস্থিত ছিলেন বাম নেতারাও।


কেন্দ্রের ব্যাঙ্ক-নীতির প্রতিবাদ


রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের বেসরকারিকরণ থেকে ব্যাঙ্কের সংযুক্তিকরণ মোদি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে, অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সমাবেশ।বুধবার শ্রীরামপুরে ফেডারেশনের সমাবেশে যোগ দেন সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন বাম নেতারাও।


ব্যাঙ্কে, বহু শূন্যপদে কর্মী নিয়োগ না করে, কেন্দ্রীয় সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, তাতে বহু কর্মী কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করছে ফেডারেশন। অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, 'রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মানুষের ভরসার জায়গা। সেই ভরসাকে ভেঙে দিতে চাইছে কেন্দ্র সরকারের নীতি। কিছু ব্যাঙ্ক রুগ্ন হয়ে যাওয়ার পর দেখা গেল যে ব্যাঙ্ক সংযুক্ত করা হল। তাতে কোনও লাভ হয়নি। লক্ষ কর্মচারী ব্যাঙ্কে শূন্য পদ রয়েছে। তা নিয়ে কোনও ভাবনা নেই। অনেক কর্মীর কাজ চলে যাবে।'


মোদি সরকারের ব্যাঙ্ক-নীতি নিয়ে প্রশ্ন তোলেন সমাবেশে উপস্থিত বাম নেতারা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'মোদিজি কোনও কিছু তৈরি করেননি। যখন ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত হয়েছিল তখন মোদিজি কোথায়? এই সরকার খনি বিমা ব্যাঙ্ক রেল সব বিক্রি করে দিচ্ছে।'


আরও পড়ুন: Howrah: পুজোর আগে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চালকদের বাস ধর্মঘট


দাবি-দাওয়া মানা না হলে আগামীদিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন।


এর আগে কোনওভাবেই যাতে ব্যাঙ্কের বেসরকারিকরণ না হয়, তার জন্য আন্দোলনে একাধিকবার নেমেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (All India Bank Officers' Confederation)। কলকাতায় (Kolkata) জীবনদীপ বিল্ডিংয়ের সামনে থেকে একটি ট্যাবলো যাত্রা বের করা হয় স্টেট ব্যাঙ্কের কর্মীদের পক্ষ থেকে। সংগঠনের (AIBOC) তরফে দাবি করা হয়, বর্তমান কেন্দ্রীয় সরকার ব্যাঙ্কিং রেগুলেশন ধারা বদল করার চেষ্টা চালাচ্ছে। ভবিষ্যতে কর্পোরেটদের হাতে ব্যাঙ্কিং ব্যবস্থা তুলে দিয়ে মানুষের জমানো টাকা হাতানোও হতে পারে। সেই আশঙ্কা থেকেই দেশজুড়ে দফায় দফায় আন্দোলনে নামেন ব্যাঙ্কের কর্মীরা।