সোমনাথ মিত্র, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যে লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আর সেদিনই সিঙ্গুরে দাঁড়িয়ে রাজ্যের শিল্পনীতি নিয়ে প্রশ্ন তুলে, সিঙ্গুরে (Singur) শিল্পের প্রতিশ্রুতি দিলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্ত মজুমদার দাবি করলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ১ বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্প। 


যে সিঙ্গুর রাজ্য-রাজনীতির মোড় ঘোরানো এক অধ্যায়, যে আন্দোলনের জেরে সিঙ্গুর থেকে কারখানা সরাতে বাধ্য হয়েছিল টাটারা। আর কৃষিজমি আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার রাস্তা তৈরিতে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিল। ৫ মাস আগে এই সিঙ্গুরে মঞ্চ করে, শিল্পের ডাক দিয়ে তিনদিনের ধর্না কর্মসূচি নিয়েছিল বিজেপি।
 
উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর, দলে যখন ক্রমশ বাড়ছে বিদ্রোহ, তখন ফের সিঙ্গুরে শিল্পের ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার মোটরবাইকে চেপে গোপালনগরে একদা টাটাদের প্রকল্প এলাকায় যান বিজেপি রাজ্য সভাপতি।


আরও পড়ুন, ‘রাজ্যে কর্মদিবস নষ্ট হয় না’, বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বিনিয়োগে আহ্বান মুখ্যমন্ত্রীর


বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিজেপি সরকার আসুক, যদি কৃষকরা এখানে শিল্প করতে চান, তাঁদের মনে হয় যে এখন আমরা শিল্পের পক্ষপাতী। আমরা ৬ মাস থেকে ১ বছরের মধ্যে...আমি ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিচ্ছি, ১ বছরের মধ্যে এই জমিতে শিল্প করে দেখাব। আমি শিল্পপতি ডেকে আনব। বিনিয়োগকারী আছে।


তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "২০২৬ পর্যন্ত তো আসার গল্প নেই! ২০২৬ এর পর আরও বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে।  এসব গল্প, ঠাকুরমার ঝুলির গল্প, রূপকথা। পশ্চিমবঙ্গে বিজেপি কোনদিন ক্ষমতায় আসবে না। আর বিজেপি যে যে  রাজ্যে ক্ষমতায় আছে, তাদের দেখলে তো বলবে, ক্ষমতায় আর চাই না।।" 


বছর দেড়েক আগে সিঙ্গুরে নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কয়েক মাস আগে সিঙ্গুরে শিল্পের জমিতে বড় বড় জলাশয় তৈরি ঘিরে বিতর্ক বাধে। সেই সিঙ্গুরেই শিল্পের প্রতিশ্রুতি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও, দলের রাজ্য সভাপতির দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সিঙ্গুরের বিজেপি নেতা। 


গোপালনগর পঞ্চায়েতের বিজেপি নেতা ও সদস্য দীপঙ্কর বেরা বলেন, "ক্ষমতায় আসা তো অনেক দেরি। এই তো নির্বাচন সবে গেল। ক্ষমতায় আসুক তারপর তো শিল্পের কথা। ক্ষমতায় আসতে গেলে যে সংগঠন লাগে সেই সংগঠন তৈরি হচ্ছে না। কী করে স্বপ্ন দেখছেন ওনারা?"