সোমনাথ মিত্র, হুগলি: বছর চারেক আগেকার সেই দিনটির মতোই উৎকণ্ঠা নিয়ে স্ক্রিনের সামনে বসেছিলেন হুগলির (Hooghly) বৃদ্ধ দম্পতি। সে বারের সঙ্গে এবারের ফারাক একটাই। সে বার অর্থাৎ  চন্দ্রযান-২ (Chandrayaan 2) এর অ্যান্টেনার নকশা তৈরির দায়িত্ব ছিল তাঁদের ছেলে চন্দ্রকান্ত কুমারের (chandrakanta kumar)। চন্দ্রযান-৩ (Chandrayaan 3 ) অভিযানে সরাসরি সামিল হননি চন্দ্রকান্ত। কিন্তু তাতে কী? এদিনের মিশন নিয়ে একচুলও উৎকণ্ঠা কমেনি গুরাপের (Gurap) মাঝিনান শিবপুর গ্ৰামের বৃদ্ধ দম্পতি মধুসূদন কুমার ও অসীমারানী কুমারের। 


টানটান উৎকণ্ঠা...
চন্দ্রকান্ত কুমারের বাবা মধুসূদন কুমার বলেন, 'চন্দ্রযান-৩ সফল হবেই। সেই আনন্দ আমার ছেলে-সহ ইসরোর সকলে এবং পুরো ভারতবাসী ভাগ করে নেবেন।' চন্দ্রকান্তের মা অসীমারানী কুমারও চন্দ্রযান -৩ এর সাফল্য কামনা করছেন। জানালেন, ইসরোর জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত ছেলের সঙ্গে রোজ রাতেই কথা হয় তাঁর। কিন্তু এইসব বিষয়ে তেমন কথাবার্তা হয় না। ছেলে মূলত পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, মা-বাবা কেমন আছেন, সেই খোঁজ নেন। 
২০১৯ সালের ২২ জুলাই চন্দ্রযান-২ উৎক্ষেপণ করা হয়। সব ঠিক চললে, ৬ সেপ্টেম্বর চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা ছিল তার ল্যান্ডারের। কিন্তু চন্দ্রযান-২এর মিশন ঠিকঠাক চলেও চন্দ্রপৃষ্ঠে অবতরণের কয়েক মিনিট পূর্বে ল্যান্ডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। ফলে, ১০০ শতাংশ সফল হয়নি চন্দ্রযান -২ মিশন। কিন্তু চন্দ্রযান-২ এর অরবিটার এখনও চাঁদের কক্ষপথে ঘুরে চলেছে। সেই অরবিটারের সাহায্য নিয়েই এবারে চন্দ্রযান -৩ এর ল্যান্ডার অবতরণ করবে চন্দ্রপৃষ্টে। তাই গর্বের কোনও কমতি নেই। গুরাপের বৃদ্ধ দম্পতির মতে, এবারের মিশনে তাঁদের ছেলে না থাকলেও যাঁরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন, তাঁরা সকলেই ভারতের সন্তান। তাই চন্দ্রযান ৩ যেন যে কোনও মূল্য়ে সফল হয়, চাইছেন তাঁরা। 
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয় চন্দ্রকান্ত কুমারের ভাই শশিকান্ত কুমারও কর্মরত। ২০১৯ সালের চন্দ্রযান-২ এর অ্যান্টেনার নকশা তৈরির দায়িত্ব পেয়েছিলেন চন্দ্রকান্ত। সে বার অভিযান পুরোপুরি সফল হয়নি ঠিকই। তাই গতবারের তুলনায় এবারের অভিযান নিয়ে উৎকণ্ঠা খানিক বেশিই ছিল হুগলির গুরাপের মাজিনান শিবপুর গ্রামের বৃদ্ধ দম্পতির। স্ক্রিনে বসে দেখলেন, পুরো উৎক্ষেপণ পর্ব। সঙ্গে প্রার্থনা, এই অভিযান যেন সর্বতোভাবে সফল হয়। কারণ সেটা হলে ভারতের নাম চন্দ্রপৃষ্ঠে আরোহনকারী চতুর্থ দেশ হিসেবে উঠে আসবে যার আনন্দ ছুঁয়ে যাবে সকল ভারতীয়কে।


আরও পড়ুন:সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা, শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন