সোমনাথ মিত্র, তারকেশ্বর: পূর্ব রেলওয়ের (Eastern Railway) হাওড়া ডিভিশনের তারকেশ্বর শাখায় একাধিক কাজের কারণে শনিবার, রবিবার ও সোমবার - তিনদিন ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে । তার জেরে এই তিনদিনে মোট ২০ টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে ।
পূর্ব রেলওয়ে সূত্রে জানা গেছে, তারকেশ্বর শাখায় তারকেশ্বর স্টেশন এ ফুটওভার ব্রিজ (FOB) স্থাপনের জন্য (০৩/০১/২৬) শনিবার ও রবিবার (০৪/০১/২৬) মধ্যবর্তী রাতে এবং (০৫/০১/২৬) রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে ৪ ঘণ্টা ৩০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার ব্লক -এর প্রয়োজন হবে ।
এবং আরামবাগ ও মায়াপুর স্টেশনের মাঝে সীমিত উচ্চতার সাবওয়ে কাজের জন্য (০৩//০১/২৬) শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে ৮ ঘণ্টা ১৫ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে । সেই কারণে তারকেশ্বর শাখায় শনিবার রাতে ৩ টি আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে । পাশাপাশি রবিবার ১২ টি এবং সোমবার ৫ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে । এই সংক্রান্ত বিজ্ঞপ্তি তারকেশ্বর স্টেশন এলাকায় সাঁটানো হয়েছে ।
বাতিল ট্রেন গুলো হল, শনিবার ৩৭৪২৪ আরামবাগ -তারকেশ্বর লোকাল, ৩৭৪২৩ তারকেশ্বর আরামবাগ লোকাল, ৩৭৩৫১ হাওড়া তারকেশ্বর লোকাল । রবিবার ৩৭৩৭৩ হাওড়া গোঘাট লোকাল, ৩৭৩৭৪ গোঘাট হাওড়া লোকাল, ৩৭৪০১ তারকেশ্বর গোঘাট লোকাল, ৩৭৪২১ তারকেশ্বর আরামবাগ লোকাল, ৩৭৩৭২ গোঘাট তারকেশ্বর লোকাল, ৩৭৩৫১ হাওড়া তারকেশ্বর লোকাল, ৩৭৪০২ গোঘাট তারকেশ্বর লোকাল , ৩৭৪২২ আরামবাগ তারকেশ্বর লোকাল, ৩৭৩৭১ হাওড়া গোঘাট লোকাল, ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া লোকাল, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে ।
সোমবার ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া লোকাল, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল , ৩৭৪০১ তারকেশ্বর গোঘাট লোকাল, ৩৭৪০২ গোঘাট তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে ।
নতুন বছরের প্রথম সপ্তাহান্তে যাঁরা তারকেশ্বর লোকাল ধরে কলকাতায় ঘোরাঘুরির জন্য আসার পরিকল্পনা করছিলেন, তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে ।