হুগলি: ডানকুনিতে মৃতের এনুমারেশন ফর্ম দিয়ে নাম তোলার চেষ্টা বাংলাদেশির ! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মাথায় নিশ্চয়ই তৃণমূলের হাত আছে। তৃণমূলের আশীর্বাদ আছে। এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায় নিজের ভোটব্য়াঙ্ককে বাঁচানোর জন্য়।
আরও পড়ুন, 'নো রেকর্ডস্ ফাউন্ড..'! SIR আবহে বিস্ফোরক অভিযোগ BLO-দের, 'কাজ করছে না অ্যাপ' ?
প্রশ্ন: কত বছর আগে এসেছো?
নাদিম, অভিযুক্ত ব্যক্তি: প্রায় ১৫ বছর।
'আমাদের দলের নীতি হল, কেউ কোনও অপরাধ করলে, সেই অপরাধীর পাশে কোনওমতেই তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না'
শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি প্রাক্তন সভাপতি গুঞ্জন চক্রবর্তী বলেন, এই SIR-এর ফলে দুধের মতো দুধ, আর জলের মতো জল পরিষ্কার হয়ে যাবে। এরকম নাদিম প্রচুর বেরোবে, পশ্চিমবঙ্গ থেকে তথা ডানকুনি থেকে। আজকে তৃণমূল সরকার যেভাবে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে বা এর আগে যারা ছিল, তাঁরা যেভাবে পয়সা নিয়ে বানিয়েছিল। তার খেসারত ডানকুনিবাসীকেই দিতে হবে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, যদি ক্রাইম করে থাকে, তার ব্যবস্থা পুলিশ নেবে। ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ রাহা বলেন, 'আমাদের দলের নীতি হল, কেউ কোনও অপরাধ করলে সেই অপরাধীর পাশে কোনওমতেই তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না। প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে।'
উলটপূরাণ হাওড়ায়, জীবিতকে 'মৃত' বানানোর অভিযোগ, ৬৮ বছর বয়সি বৃদ্ধার নাম নেই ২০২৫-এর ভোটার তালিকায়
এদিকে উলটপূরাণ হাওড়ায়। সম্প্রতি হাওড়ায় এক জীবিতকে 'মৃত' বানানোর অভিযোগ ওঠে। ২০২৫-এর ভোটার তালিকায় নাম না থাকায় বিপাকে পড়েছেন শিবপুরের বৃদ্ধা। ৬৮ বছর বয়সি বৃদ্ধার নাম নেই ২০২৫-এর ভোটার তালিকায়। ২০০২ সালে ভোট দিয়েছেন, দাবি বৃদ্ধা শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের। নতুন করে নাম তুলতে হবে, জানিয়েছেন হাওড়ার ২৯৯ নম্বর বুথের BLO. নাম তোলার জন্য ফর্ম দিয়েছেন, ডিসেম্বরে সংগ্রহ করা হবে, জানিয়েছেন BLO.২ সপ্তাহ আগে মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের ২৯৯ পাটের BLO রমেশ সাউ বৃদ্ধার বাড়িতে গিয়ে ছয় নম্বর ফর্ম দিয়ে আসেন। তিনি জানিয়েছেন,ডিসেম্বর মাসে বৃদ্ধার বাড়ি থেকে সংগ্রহ করা হবে ছয় নম্বর ফর্ম। সবকিছু ভোটারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অসহায়, অসুস্থ মানুষ। উঠে দাঁড়াতেও কারও সাহায্য প্রয়োজন হয়। এই বয়সে এসে একাকী বৃদ্ধার এমন অসহায় অবস্থার কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।