সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দনগর: করোনা সংক্রমণের জেরে পুরসভা নির্বাচন পিছিয়ে গেলেও, হুগলির চন্দননগরে ভোট নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এবার এক বিজেপি প্রার্থীর ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। তৃণমূলের বিরুদ্ধে শুধু ব্যানার ছেঁড়াই নয়, টোটো বোঝাই ব্যানার উধাও করে দেওয়ার অভিযোগও এনেছেন বিজেপি প্রার্থী অরুণাভ সরকার। এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, চন্দননগরে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে। বিজেপি-র অভিযোগ ঠিক নয়।  


চন্দননগর পুরনিগমের চার নম্বর ওয়ার্ডের প্রার্থী অরুণাভ সরকার। বক্সি গলি সহ বেশ কয়েকটি জায়গায় তাঁর নামে ব্যানার টাঙানো হয়েছিল। অভিযোগ, সেই ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। আজ সকালে সেটা দেখতে পান বিজেপি কর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, ‘শুধু ব্যানার ছেঁড়াই নয়, টোটো করে আরও এক বোঝা ব্যানার নিয়ে আসা হয়েছিল টাঙানোর জন্য। সেটা কোথায় টাঙানো হবে তা দেখাতে যাই। এসে দেখি ব্যানার উধাও হয়ে গিয়েছে।’


বিজেপি যুব মোর্চা সভাপতি সুরেশ সাউয়ের কটাক্ষ, ‘বিরোধী দলগুলির প্রচারে বাধা দেওয়া, ব্যানার হোর্ডিং ছেঁড়া তৃণমূলের জিনগত দোষ।’


চন্দননগর পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অনিমেষ বন্দ্যোপাধ্যায়ের অবশ্য দাবি, ‘গতকাল বিজেপি প্রার্থীর সঙ্গে কথা হল। তিনি বললেন, একসঙ্গে ভোট করব। আজ অভিযোগ করছেন কেন জানি না। তৃণমূলের কোনও প্রয়োজন নেই বিরোধীদের ব্যানার ছেঁড়ার। যিনি অভিযোগ করছেন, তাঁর চিকিৎসার প্রয়োজন।’


অন্যদিকে চন্দননগর পুরসভার ভোট পিছিয়ে গেলেও, বিজেপি-র প্রচারে কোনও খামতি নেই। এদিন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষকে নিয়ে চন্দননগরের বিভিন্ন ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা প্রচার চালান। কখনও হেঁটে, আবার কখনও রাস্তার মোড়ে চা খেতে খেতে প্রচার চলে।


তৃণমূল কংগ্রেসও প্রচারে পিছিয়ে নেই। ভোট যতই পিছিয়ে যাক, প্রস্তুতি চলছে জোরকদমে। কলকাতা পুরসভা ভোটে নিরঙ্কুশ জয় পাওয়ার পর এবার চন্দননগরও নিজেদের দখলে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল। সেই লক্ষ্যেই চলছে প্রচার।