সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি : চণ্ডীতলার পর এবার ডানকুনিতে বৃদ্ধের একা থাকার সুযোগে বাড়িতে ঢুকে লুঠপাটের অভিযোগ উঠল। শুধু তাই নয়, বৃদ্ধের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।


ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপাড়ার বাসিন্দা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায় (৭৮)। বাড়িতে একাই থাকেন। আজ সকালে তাঁর পরিচারিকা কাজে এসে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। আলমারি  খোলা। প্রতিবেশী ও বৃদ্ধের মেয়ে-জামাইকে খবর দেন পরিচারিকা লক্ষ্মী হাজরা। 


তিনি জানান, প্রতিদিন দু'বেলা কাজ করেন তিনি। গতকাল রাতে কাজ করে অমরেন্দ্রনাথবাবুকে ওষুধ খাইয়ে চলে যান। আজ সকালে এসে দেখেন, তালা লাগানো ছিল না দরজায়। অমরেন্দ্রনাথবাবু হয়ত তালা দিতে ভুলে গিয়ে ছিলেন। 


জামাই ডাঃ সঞ্জয় রায় বলেন, কাজের দিদি আমাদের খবর দেন। আমারা গিয়ে দেখি, মাথায় কোপানোর দাগ। ডানকুনির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মাথায় ত্রিশটি সেলাই পড়েছে। টাকা পয়সা নিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু কেন মারল বুঝতে পারছি না। খুন করার চেষ্টা করা হয়েছে। পুলিশকে জানানো হয়।


গতকালই চণ্ডীতলার বরিজহটিতে এক বৃদ্ধকে গলা কেটে খুন করে দুষ্কৃতী। লুঠের উদ্দেশ্যে এই খুন বলে অভিযোগ। আজ আবার ডানকুনিতে এই ঘটনা। বয়স্কদের বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এই ধরনের অপরাধ হচ্ছে বলে অনুমান। এনিয়ে এলাকায় আতঙ্ক বাড়ছে।


ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ। বুধবার বিকালে ডানকুনি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতরা জেরায় অপরাধ কবুল করেছে বলে দাবি পুলিশের। তাদের কাছ থেকে টাকা ও কিছু নথি উদ্ধার হয়েছে। অমরেন্দ্রবাবু জেগে যাওয়ায় তাঁর মাথায় কোপ মারে দুষ্কৃতীরা।


এদিকে আজ হুগলিতেই পুকুর থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। মৃতের নাম শ্রীকান্ত মাল (25)। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।