সৌরভ বন্দ্যোপাধ্যায়, পাণডুয়া(হুগলি) : পাণ্ডুয়ার খন্ন্যান স্টেশন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। চোর সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অনুমান। এনিয়ে জিআরপি ও পাণ্ডুয়া পুলিশের দড়ি টানাটানি !
আজ সকালে খন্ন্যান স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় জিআরপিকে। ব্যান্ডেল জিআরপি তাঁকে উদ্ধার করে স্থানীয় ইটাচুনা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসক বিদ্যুৎ দাস জানান, কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে যুবকের। তাঁর তলপেটে আঘাতের একাধিক চিহ্ন দেখে চিকিৎসকের অনুমান, তাঁকে পিটিয়ে মারা হয়েছে। তবে, মৃতদেহের ময়নাতদন্ত হলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।
এদিকে জিআরপি মৃতদেহ স্বাস্থ্য কেন্দ্রে রেখে চলে যায়। জিআরপি সূত্রে খবর, ওই যুবককে খন্ন্যান স্টেশন বাজারে ইলেকট্রিক পোস্টে বেঁধে মারধর করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী বাজারে চায়ের দোকানদার বাচ্চু দাস জানান, গতকাল সন্ধ্যায় ওই যুবককে মারধর করা হয়। তারপর তাঁকে দুই নম্বর প্ল্যাটফর্মে ফেলে দেওয়া হয়।
স্টেশন বাজার থেকে প্ল্যাটফর্মের দূরত্ব পঞ্চাশ মিটার। ইলেকট্রিক পোস্টের পাশ থেকে একজোড়া চটি ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। জিআরপি-র দাবি, ওই চটি মৃত যুবকের। যুবক হাতে গামছা ও দড়ি বাঁধা অবস্থায় একটি আম গাছের গোড়ায় পড়ে ছিল।
স্টেশন বাজারে যেখানে ঘটনা ঘটেছে বলে জিআরপি দাবি করছে, সেই জায়গা রাজ্য পুলিশ অর্থাৎ পান্ডুয়া থানার এলাকার আওতায় পড়ে। তাই জন্য জিআরপি মৃতদেহ স্বাস্থ্য কেন্দ্রে ফেলে চলে যায়। এদিকে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক খন্ন্যান স্টেশন মাস্টারকে চিঠি লিখে মৃতদেহ নিয়ে যেতে বলেছেন। পাণ্ডুয়া থানাকেও ফোন করেন। পরে জিআরপি মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দা শান্তনু সরকার বলেন, ওই যুবক অজ্ঞাতপরিচয়। রেলস্টেশনে রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে।
এদিকে হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ বলেছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।