সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: টাকা ধার না দেওয়ায় ভাইকে হাঁসুয়ার কোপ মদ্যপ দাদার। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাইয়ের স্ত্রী ও সন্তানকেও মারধরের চেষ্টা করে ওই ব্যক্তি। এমনই অভিযোগ উঠেছে পান্ডুয়ার একটি গ্রামে।
ছেলেকে স্কুলে ভর্তি করতে ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন এক ব্যক্তি। কিন্তু ভাইপোকে ভর্তির জন্য তোলা সেই টাকা ধার চেয়ে ওই ব্যক্তি তাণ্ডব চালায় বলে অভিযোগ। ভাইয়ের কাছে টাকা ধার চেয়ে না পাওয়ায় হাঁসুয়া নিয়ে আক্রমণ চালাল ওই ব্যক্তি। ভাইয়ের শরীরে হাঁসুয়ার কোপ বসিয়ে দেয় সে। এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়ায়।
শনিবার সন্ধ্যায় পান্ডুয়ার ইলছোবা দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসপুর দক্ষিণ পাড়ায় এলাকায় ঘটে এই ঘটনা।আহত ব্যক্তির নাম মুক্ত দাস (৪৪)। জানা গেছে, পেশায় দিনমজুর মুক্ত। তিনি তার ছেলেকে স্কুলে ভর্তির জন্য কষ্টার্জিত সঞ্চয়ের ৫০০০ টাকা তুলেছিলেন। আজ সন্ধেয় সেই টাকা ধার হিসেবে চায় তাঁর দাদা হীরা দাস। কিন্তু টাকা ধার দিতে অস্বীকার করে মুক্ত।
West Bengal Flood Situation: ডিভিসির ছাড়া জলে ডুবছে ক্ষেত, পুজোর আগে চরম ক্ষতির মুখে চাষীরা
এরপরেই তার উপর হাঁসুয়া নিয়ে চড়াও হয় দাদা হীরা দাস। মুক্তর হাতে ও মাথায় তিন জায়গায় গুরুতর আঘাত লেগেছে। পরিবারের লোকজন তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।
মুক্তর স্ত্রী শ্যামলী দাস জানিয়েছেন, এদিন তাঁর ভাসুর তাঁর স্বামীর কাছে টাকা ধার চায়।সেই টাকা না দেওয়ায় তাঁর স্বামীকে হাঁসুয়ার কোপ মারে তাঁর ভাসুর। শ্যামলীর অভিযোগ, মদ্যপ অবস্থায় এসে আমাকে ও আমার বাচ্চাকেও মারতে যায়। আহত মুক্ত দাসকে পরে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ।