মোহন দাস ও আবির দত্ত, আরামবাগ: বাঁধ ভেঙে জলমগ্ন আরামবাগ পুরসভার বিস্তীর্ণ এলাকা। আরামবাগে প্রায় ৫ হাজার কাঁচাবাড়ি ভেঙে পড়েছে। ২৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে বলে দাবি প্রশাসন সূত্রে। জলমগ্ন গোঘাটের একাধিক গ্রামও। দিগরা এলাকায় দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে জল ঢুকেছে। খানাকুল, জাঙ্গিপাড়াতেও ঢুকেছে জল।
ডিভিসি-র ছাড়া জলে বানভাসি হুগলির বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে আরামবাগের ১৬টি ওয়ার্ড। কোথাও বুক সমান, তো কোথাও মানুষ সমান জল।
দৌলতপুরের এমনই এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, হঠাৎ রাতে বাঁধ ভেঙে যায়, বাড়ি ভেঙে গেছে, সরাতে পারিনি। সব নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে রাস্তার ধারে আশ্রয় নিয়েছি। আরেক বাসিন্দা বলেন, কাল সন্ধে থেকে জল ঢুকছিল, রাতে হঠাৎ বাঁধ ভেঙে যায়। এই প্রথম বাঁধ ভেঙে আরামবাগ ভাসল।
পুজোর মুখেই চাষের জমি জলের তলায়। ভয়য়ঙ্কর ক্ষতির মুখে পড়েছেন এমনই এক কৃষক শেখ সফিকুল ইসলাম। জলের তলায় চলে গেছে তাঁর বাড়ি। কোনওমতে সাইকেল নিয়ে বেরিয়ে এসেছেন। সাপের ভয়ে হাতে রেখেছেন লাঠি।
প্রশাসন সূত্রে খবর, দুর্যোগের জেরে শুধু আরামবাগেই প্রায় ৫ হাজার কাঁচাবাড়ি ভেঙে পড়েছে। ভিটেহারাদের মধ্যে একজন হলেন
৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রঞ্জিত মুনিয়ান। পেশায় রাইস মিলের কর্মী। বাড়ি সম্পূর্ণ ভেঙে যাওয়ায়, পরিবার নিয়ে রাস্তার আশ্রয় নিয়েছেন তিনি। সঙ্গে রয়েছে পোষ্য টিয়াও।
স্থানীয় বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি ফারুক শেখের বাড়ির ঢোকার বেরোনোর পথ এক মানুষ জল। তাই দোতলা থেকে দড়ি বেঁধে, দড়ি বেয়ে নিচে নেবে বাজার যাচ্ছে এই যুবক। বাকিরা রয়েছে ওপরেই।
শুক্রবার ১৫ নম্বর ওয়ার্ডে পরিদর্শনের গেছিলেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমন দীপ। কিন্তু তাঁকে কাছে পেয়েই ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। পুলিশ সুপার বলেন, গতকালের জলেই এটা হয়েছে। আমরা এনডিআরপি, ডিএমজি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করছি।
প্রশাসনে সূত্রে দাবি করা হচ্ছে, মোট ২৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরফেও ত্রাণ বিলি করা হচ্ছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।
আরামবাগের পাশাপাশি জলমগ্ন গোঘাটের একাধিক গ্রামও। দিগরা এলাকায় দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে জল ঢুকেছে। প্লাবিত বালি, শ্যাওড়া, ভাদুর, কুমুরসা-সহ একাধিক গ্রাম। ভেঙে পড়েছে অনেক কাঁচা বাড়ি। কোথাও আবার বাড়িতে জল ঢুকে পড়ায়, অনেকে আশ্রয় নিয়েছেন ছাদে। খানাকুলের উদনায় ডিভিসি-র ছাড়া জলের তোড়ে মুণ্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে গেছে।
আরও পড়ুন: ডিভিসির জলে প্লাবিত একাধিক জেলা, 'ম্যান মেড বন্যা'র অভিযোগ মমতার