সোমনাথ মিত্র, (সিঙ্গুর) হুগলি: সিঙ্গুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু সহ একই পরিবারের তিনজনের। ঘটনায় আহত এক। সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে খাসেরভেড়ি গ্রামের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতার রাজারহাট থেকে একটি গাড়ি করে বর্ধমান যাচ্ছিলেন একই পরিবারে চারজন । হঠাৎই সিঙ্গুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি নয়নজুলিতে পড়ে যায় । পুলিশ ঘটনাস্থলে এসে চারজনকে উদ্ধার করে সিঙ্গুরে গ্ৰামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষনা করা হয়। ঘটনায় আহত হয়েছেন প্রবীন ব্যক্তি কাজল দেব। তিনি সিঙ্গুরে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতরা হলেন মনিকা দেব(৪০), কমলিকা সাধু, এবং একটি চার বছরের শিশু।মারুতি গাড়ি করে ওই শিশুর দাদু কাজল দেব নিজেই গাড়ি চালিয়ে বর্ধমানে তার মেয়ে, নাতি ও স্ত্রীকে নিয়ে ফিরছিলেন বলে জানান। এরইমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
Baruipur: সাইকেল থেকে পড়ে গাড়ির চাকায় ধাক্কা, ৪ বছরের শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র মল্লিকপুর
কিছুদিন আগেই গত মাসে হুগলিতে মোটর বাইকের সাথে চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২ ব্যংক্তির। ঘটনায় আহত আরও ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি নাসিংহোমে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছিল হরিপাল থানার ইলিপুরে অহ্যা স বাঈ রোডে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছিল যে, ওই দিন দুপুর বেলা অহল্যােবাঈ রোডের ইলিপুরে একটি মোটর বাইকের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির তীব্র সংঘর্ষ হয়। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ২ জন মোটর বাইক আরোহী। সংঘর্ষের জেরে পাশের নয়নজুলীতে পড়ে যায় চারচাকাটি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মোটরবাইকের সামনের চাকা ভেঙে ছিটকে যায়। ঘটনার পরেই স্থানীয় ইলিপুর পঞ্চায়েত থেকে লোকজন ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগান। চারচাকার আরোহীদের উদ্ধার করে স্থানীয় একটি নাসিংহোমে পাঠানো হয়। পুলিশ এসে রক্তাক্ত দুই বাইক আরোহীকে তুলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষনা করা হয় দুজনকে।