হুগলি: হুগলির খানাকুলের (Hooghly Khanakul) একাধিক গ্রাম জলের তলায়। বিপদ সীমার উপরে দামোদর। হুগলির জাঙ্গিপাড়ার (Hooghly Jangipara) ২ গ্রাম পঞ্চায়েত এলাকাও প্লাবিত হয়েছে। জলের তলায় গিয়েছে কৃষিজমি। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ৯৯ হাজার ৩৫০ কিউসেক জল ছাড়া হয়েছে।
বিপদ সীমার উপরে দামোদর
মূলত DVC-র জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটাই বেড়েছে।একদিকে দক্ষিণবঙ্গে লাগাতার বর্ষণ। অন্যদিকে ঝাড়খন্ডেও চলছে ব্যপক বৃষ্টি। ফলে দামোদর জলাধার থেকে ক্রমাগত জল ছাড়ায় দামোদরে জলস্তর অনেকটাই বেড়েছে। ব্লক থেকে জেলাস্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম।দামোদর নদ তীরবর্তী গ্রামগুলোতে জল ছাড়ার সর্তকবার্তা জানিয়ে করা হচ্ছে মাইকিং।
ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়ায় বেড়েছে দামোদরের জলস্তর
এদিকে ডিভিসি থেকে ক্রমাগত জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটা বেড়ে যাওয়ায় সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নদীবাঁধ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। বাঁধে কোনও সমস্যা থাকলে তা দ্রুত রক্ষণাবেক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গলসী ১ নং ব্লকের লোয়া রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দামোদর নদ তীরবর্তী গ্রামগুলিকে ডিভিসি থেকে জল ছাড়ার জন্য সর্তক করে মাইকিং করা হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বদলাতে পারে আবহাওয়া। এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়।বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
আরও পড়ুন, প্রবল বর্ষণের জেরে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা
আজ অতি ভারী বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা
শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বৃষ্টির স্পেল শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে।আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।