সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বৈদ্যবাটি রেলগেটে চলন্ত ট্রেন (Running Train) থেকে পড়ে গেলেন এক যাত্রী। 'তাঁকে উদ্ধার করেনি রেল পুলিশ' (RPF) এই অভিযোগে রেলগেটে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।


 সকাল সাতটা নাগাদ হাওড়াগামী লোকাল থেকে পড়ে যায় ওই যাত্রী। এরপরেই বিক্ষোভ (Agitation) দেখায় স্থানীয়রা। আপ ও ডাউন লাইনে সাময়িক বন্ধ থাকে ট্রেন চলাচল। আরপিএফ-কে ঘিরে  রেলগেট লাগোয়া কেবিনের উপর ক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা। পরে ওই যাত্রীকে তুলে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে যাওয়া হলে ট্রেন চলাচল শুরু হয়।


অপরদিকে, চলতি বছরেই এক অন্যছবি দেখতে পাওয়া গিয়েছিল মালদায়। চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে ওঠার সময় দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন যাত্রীরা। যাত্রী ও রেলসুরক্ষা কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছিলেন ওই যাত্রী। মালদা টাউন স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় দুর্ঘটনা ঘটেছিল।  সেবার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ হারাতে বসেছিলেন এক যাত্রী। তবে প্লাটফর্মে উপস্থিত যাত্রী ও রেল সুরক্ষা কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি। সন্ধে ছ'টা নাগাদ ঘটনাটি ঘটেছিল মালদা টাউন স্টেশনে।


রেল সূত্রে খবর, এদিন ডাউন বন্দে ভারত এক্সপ্রেস মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে বছর চল্লিশের এক যাত্রী দৌড়ে ট্রেনে উঠতে গিয়েছিলেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকা অংশে ঢুকে গিয়েছিলেন তিনি। উপস্থিত রেলকর্মী ও যাত্রীদের তৎপরতায় রক্ষা পান তিনি। রেলসূত্রে খবর এর পর খবর আসে, কোনও ভাবে আহত হননি তিনি।


আরও পড়ুন, গভীর রাতে ঘুম ভাঙল চিৎকারে, BJP প্রার্থী ২ জা দেখলেন 'হিংসার আগুনে' জ্বলছে বাড়ি


জানুয়ারিতেই মালদা ডিভিশনে আরপিএফের তৎপরতায় জীবন বেঁচেছিল এক বৃদ্ধ দম্পতির। মালদার লেডি কনস্টেবল, সুলতা মণ্ডল একজন বৃদ্ধ দম্পতি যাত্রীর জীবন বাঁচিয়েছেন। ঠিক দুপুর ২.২০ নাগাদ কাঞ্চনজঙ্ঘা (১৩১৭৫) এক্সপ্রেস ট্রেনটি মালদা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার সময় সেই বৃদ্ধ দম্পতি তাড়াহুড়ো করে ধীর গতিতে চলমান ট্রেনের বগিতে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ বৃদ্ধ মহিলা যাত্রী প্ল্যাটফর্মে পিছলে পড়ে যান এবং তিনি ট্রেন এবং প্ল্যাটফর্ম প্রান্তের মাঝখানের ফাঁকে পড়ে যেতেন কিন্তু তৎক্ষণাৎ কর্তব্যরত 'মেরি সহেলি' দলের লেডি কনস্টেবল সুলতা মণ্ডল এবং একজন যাত্রীর তাৎক্ষণিক পদক্ষেপে মহিলা যাত্রীর মূল্যবান জীবন বাঁচানো হয়েছিল। পরবর্তীতে ওই বৃদ্ধ দম্পতি যাত্রীকে ট্রেনে ওঠানোর ব্যবস্থা করা হয়েছিল। কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।