সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পুরীতে (Puri) পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনা (Accident) ! মৃত চালক-সহ তিনজন। গতকাল রাতে পুরীর উদ্যেশ্যে ব্যান্ডেল বালিকাটা থেকে দুই শিশু-সহ আটজন রওনা দেয়। (Odisha) উড়িষ্যার বালেশ্বরে আজ ভোরে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের স্করপিও গাড়িটি। একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে দুমরে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হয় বাকিরা। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।


পুলিশ সূত্রে খবর, মৃতরা হল শঙ্কর রাও (৫০),পার্বতী দাস (৪৮) ও গাড়ি চালক ইব্রাহিম গাজি (২৭)। চালকের বাড়ি চুঁচুড়ার সোনাটুলি এলাকায়। ঘটনার খবর পাওয়ার পর ব্যন্ডেল থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেন পর্যটকদের পরিবার। দুর্ঘটনায় মৃত শঙ্কর রাও-এর মেয়ে প্রভা রাও বলেন, পুরীর মন্দিরে পুজো দেওয়ার মানত ছিল বাবার। পরিবার এবং পরিচিত কয়েকজনকে নিয়ে গতকাল রাতে গাড়ি করে বেরিয়েছিল। আজ সকাল ছটার সময় উড়িষ্যা থেকে খবর পাই দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর খবরে শোকের ছায়া ব্যান্ডেল ও সোনাটুলি এলাকায়।


প্রসঙ্গত, সম্প্রতি নিউটাউনে গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যুর ঘটনা ঘটে। আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। জানা যায়, বিশ্ব বাংলার গেটের দিকে যাওয়ার পথে, আলু বোঝাই ম্যাটাডোরের পিছন থেকে ধাক্কা মারে গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ২ জন আরোহী ছিলেন। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তাঁর সঙ্গীর অবস্থাও আশঙ্কাজনক। নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ম্যাটাডোরের চালককে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ (Police)। পাশাপাশি, অক্টোবারের মাঝামাঝি উটাউনে নভোটেলের কাছে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর,  রাত সাড়ে ১১টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি দ্রুত গতির গাড়ি সিগন্যাল অগ্রাহ্য করে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে। তারপর পালিয়ে যায়।


আরও পড়ুন, ' উনি ডেঙ্গি নিয়ে গবেষণা করছেন !', 'মেয়র'-কে খোঁচা অগ্নিমিত্রার


লক্ষ্মীপুজোর আগের দিন পথ দুর্ঘটনা ঘটে সল্টলেকের সেক্টর ফাইভে । জখম হন তিন জন। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, একটি প্রাইভেট গাড়ি উইপ্রো থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল। আর একটি গাড়ি গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়ে ছুটে আসছিল। দুটির সংঘর্ষেই বিপত্তি। সিগনাল তখন সবুজ। সেই কারণে উইপ্রোর দিক থেকে আসা নিউটাউন-গামি প্রাইভেট গাড়িটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সেই সময়ই গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে আসা গাড়িটির ঠিক মাঝ বরাবর ধাক্কা মারে সেটি। গাড়ির মধ্যে এক জন বয়স্কা মহিলা ছিলেন। তাঁর মাথা ফেটে যায়। এছাড়া দুজন পথচলতি তথ্যপ্রযুক্তি কর্মীও আহত হন।বর্ধমানে পুজোর মাসে দুটি পৃথক পথ দুর্ঘটনা প্রাণ হারায় এক স্কুল পড়ুয়া। জখম হন কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার-সহ ২ জন। জানা গিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বর্ধমান শহরের বেড়মোড় এলাকায় এবং দ্বিতীয়টি ঘটে বর্ধমান শহরের বাদামতলা মোড় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের বাড়ি কেশবপুর থেকে বাবার সঙ্গে বাইকে করে বর্ধমানের গোলাহাটে আসার পথে বেড়মোড় এলাকায় একটি বালি বোঝাই ট্রাকটর বাইকটিকে ধাক্কা মারে।  ঘটনাস্থলেই স্কুল ছাত্র মন্তাসীর সেখ (১১) এর মৃত্যু হয়।