সোমনাথ মিত্র, হুগলি: দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই চালকের। আজ ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে। বালি বোঝাই লরি সিঙ্গুরের দিক থেকে বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা খালি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন লরি দুটির দুই খালাসিও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ঘণ্টাদুয়েক তারকেশ্বর-বৈদ্যবাটি রোডে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাগ্রস্ত লরি দুটিকে ক্রেন দিয়ে সরানোর পর ফের গাড়ি চলাচল শুরু হয়। 


দুটি লরির মুখোমুখি সংঘর্ষ: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ সিঙ্গুরের দিকে থেকে একটি বালি বোঝাই লরি বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। অন্যদিকে বৈদ্যবাটির দিক থেকে একটি লরি সিঙ্গুরের দিকে যাচ্ছিল। সিঙ্গুরের পুরুষোত্তমপুর কলাহাট এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপর ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল।


স্থানীয়দের ও পুলিশের চেষ্টায় দুটি লরি থেকে দুটি লরির দুই চালক ও দুইজন খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই জনকে মৃত বলে ঘোষণা। অন্যদিকে অপর দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। যদিও মৃত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার পর ক্রেন এনে লরি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে পুলিশ। প্রায় দু’ঘণ্টা পর ধীরে ধীরে যান চলাচল শুরু হয়।


গত সপ্তাহে হুগলির (Hooghly) গোঘাটের কামারপুকুরে পথ দুর্ঘটনা (Road Accident) ঘটে। ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একটি মোটর বাইক ও ইঞ্জিন ভ্য়ানে ধাক্কা। দুর্ঘটনায় জখম হন অন্তত ৪০ জন। তাঁদের মধ্য়ে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। ভর্তি করা হয় গোঘাট ও আরামবাগ হাসপাতালে (Arambag Hospital)। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুরের মেচেদা যাচ্ছিল বাসটি। কামারপুকুরে কঙ্কালি স্টোরের কাছে ওভারটেক করার সময় সামনের দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এরপর রাস্তার ধারে থাকা একটি বাইক ও ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে ডাম্পারটি। ঘটনায় দুই বাইক আরোহী, ইঞ্জিন ভ্যান চালক সহ বাসে থাকা প্রায় ৪০ জন জখম হয়। বাসটি অত্য়ন্ত দ্রুত গতিতে চলছিল বলে দাবি যাত্রীদের। দুর্ঘটনার পর প্রথমে আহতদের উদ্ধার করে স্থানীয়রাই নিয়ে যান কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকেই আশঙ্কাজনকভাবে আহতদের স্থানান্তরিত করা হয় গোঘাট ও আরামবাগ হাসপাতালে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।           


আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?