সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি: আক্রমণ-পাল্টা আক্রমণ। তৃণমূল (Trinamool Congress) বিধায়ক অসিত মজুমদারের (Asit Majumder) মুখে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) সম্পর্কে কুকথা। পাল্টা, জবাব দিয়েছেন, হুগলির বিজেপি (BJP) সাংসদ।
আক্রমণ-পাল্টা আক্রমণ: চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমজার গতকাল বলেন, “ও গলার লকেট ছিল। আর আমি চুঁচুড়ায় ওঁকে পায়ের নূপুর করে ছেড়ে দিয়েছি। ও আর কারও গলায় উঠবে না। পায়ের নিচেই থাকবে।’’ পাল্টা বিজেপি বিধায়ক বলেন, “আমি মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে ওঁর বাড়িতে গিয়ে ওঁর স্ত্রীর সামনে সজোরে থাপ্পড় মেরে আসতাম। মহিলারাই এক দিন ওঁকে গাছে বেঁধে পেটাবেন।’’
ব্যক্তিগত আক্রমণ-পাল্টা আক্রমণ। কুকথা’র ছড়াছড়ি। কোনও বাধাবাধির বালাই নেই। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বাগযুদ্ধ তুঙ্গে। পুজোর সময়, হুগলির গুড়াপে দুর্গা প্রতিমার হাতে দেখা যায় তৃণমূলের পতাকা। এর প্রতিবাদে, বৃহস্পতিবার, গুড়াপে প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি। বিজেপির পাল্টা, বৃহস্পতিবার, একই জায়গায় সভা করে তৃণমূল। সেই মঞ্চ থেকেই বিজেপিকে আক্রমণ করে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিতর্কিত মন্তব্য করেন।
ঠিক কী বলেছিলেন অসিত মজুমদার? চুঁচুড়ার বিধায়ক বলেন, “আমার সঙ্গে লড়ুক। আমার সঙ্গে লড়ে তো ২৫ হাজারে বান্ডিল হয়ে গিয়েছিল।’’ হুগলির বিজেপি বিধায়ক লকেট চট্টোপাধ্যায় বলেন, “ওঁর ভিডিওটা আমি দেখলাম। ইতিহাসে পড়েছি, পুরুষতান্ত্রিক সমাজে, মহিলাকে পণ্য হিসেবে দেখা হত। যেভাবে ব্যবহার, তাতে কখনও মুকুট, কখনও পায়ের নূপুর। এদের বক্তব্য সেই জায়গাতেই রয়ে গেছে। এক জন মহিলা সাংসদকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তা আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর দেখা উচিত।’’
বিতর্ক শুরু হতেই, পাল্টা জবাব দিয়েছেন অসিত মজুমজার। তিনি বলেন, “লকেট দেবী অনেক ছোট মেয়ে। ওঁকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। লকেট দেবীর বোঝা উচিত, মমতাও মহিলা। তাঁকে যখন আপনাদের নেতারা আজেবাজে কথা বলে, তখন তো প্রতিবাদ করেন না। আমি তো বলেছি, আপনি ধাপ্পা দিয়ে ২০১৯-এ গলার লকেট হয়েছিলেন। ২০২১-এ মানুষ আপনার ধাপ্পা বুঝেছে। তাই পায়ের নুপুর করেছে। ২৪-এ আপনাকে পায়ের নুপুর করবে।’’
আরও পড়ুন: Udayan Guha: ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে দলের পদক্ষেপে কিছুটা ভুল হয়েছিল, অকপট উদয়ন গুহ