হুগলি: হুগলির খন্যানে ফের রেল অবরোধের জের। এদিন আদিসপ্তগ্রামে আটকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস (Black Diamond Exp)।  ফের অফিস টাইমে হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলছে অবরোধ। আটকে পড়েছে একাধিক লোকাল ট্রেন। আদিসপ্তগ্রাম স্টেশনে আটকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। সকাল ৭টা ১০ মিনিট থেকে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিশ্রুতিমতো স্পেশাল ট্রেন চালাচ্ছে না পূর্ব রেল।  


মূলত রেলের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে ফের অফিস টাইমে হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ (Hooghly Rail Blockade)। আশ্বাস দিয়েও স্পেশাল ট্রেনের (Special Train) সংখ্যা বাড়ানো হয়নি বলে অভিযোগ। সকাল ৭টা ১০ মিনিটে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। আটকে পড়েছে লোকাল ট্রেন। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা।স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ঘণ্টাতিনেক পর অবরোধ ওঠে। নিত্যযাত্রীদের অভিযোগ, তারপরও আজ সকাল থেকে ছবিটা বদলায়নি। বাড়ানো হয়নি স্পেশাল ট্রেনের সংখ্যা। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।



স্পেশাল ট্রেন বাড়ানোর দাবিতে গতকালও অফিস টাইমে হুগলির পাণ্ডুয়া, খন্যান ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ  হয়। খন্যান স্টেশনে ট্রেনে পাথরবৃষ্টি হয়। কয়েকজন আহত হয় বলে খবর। যাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। শক্তিগড়ে রেললাইনে কাজ চলায় হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করে পরিবর্তে চালানো হচ্ছে স্পেশাল ট্রেন। অভিযোগ, ভিড়ের চাপে মাঝপথে উঠতে পারছেন না যাত্রীরা। এর প্রতিবাদে গতকাল সকাল পৌনে ৮টা থেকে অবরোধ শুরু হয়। আটকে পড়ে বেশ কিছু স্পেশাল ট্রেন। পূর্ব রেলের আশ্বাস, আগামীকাল থেকে বাড়বে স্পেশাল ট্রেনের সংখ্যা। আজ বেশ কিছু মেল বা এক্সপ্রেস ট্রেনকে ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে দাঁড় করানো হবে। তবে ফের আজও ফের রেল অবরোধের জেরে কার্যত চরম দুর্ভোগ অফিস যাত্রীদের।


আরও পড়ুন, মালদার মাছ ব্যবসায়ীকে ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আদালতের


প্রসঙ্গত, রাজ্যের ইদানিংকালে একাধিক ইস্যুতে বারবার অবরোধের ঘটনা উঠে আসছে। কখনও গ্যালোপিন ট্রেন দাঁড়ানোর দাবিতে, কখনও ট্রেন দেরিতে ছাড়ার যুক্তিতে, আবার কখনও ট্রেন বাড়ানোর যুক্তিতে একের পর এক অবরোধের ঘটনা উঠে এসেছে। তবে রেলের তরফে একাধিক অভিযোগের ইস্যুতে বারবার অবরোধ চলছে। মূলত স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ৩ ঘন্টা পর অবরোধ উঠলেও ফের আজ রেল অবরোধ। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিশ্রুতি রেলের তরফে মিললেও শেষ অবধি স্পেশাল ট্রেন বাড়ানো হয়নি।