সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিষড়া, হুগলি: রিষড়া থেকে মেশিনগান-সহ গ্রেফতার দুষ্কৃতী। চন্দননগর পুলিশের গোয়েন্দা দফতরর গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে হানা দেয় রিষড়ার ৩ নং নতুনগ্রাম নিত্যানন্দপল্লিতে। সেখান থেকে সৌমেন্দু দাসকে (বিল্টু) গ্রেফতার করা হয়।


অস্ত্র উদ্ধার:
ধৃতের কাছ থেকে একটি কারবাইনের মত দেখতে ইমপ্রোভাইসড মেশিন গান, একটি ম্যাগাজিন, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোবিন্দ দাস নামে আরও একজনকে গ্রেফতার (arrest) করছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। গোবিন্দর কাছ থেকে তিন রাউন্ড তাজা কার্তুজ (ammunition) উদ্ধার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। 


কেন অভিযান?
বগটুই-এর ঘটনার পর মুখ্যমন্ত্রী (Chief Minister) সেখানে গিয়ে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যে যত বেআইনি অস্ত্র আছে উদ্ধার করতে হবে। এর পরেই রাজ্যজুড়ে পুলিশের তৎপরতা বাড়ে। হুগলিতেও গত কয়েকদিনে একাধিক অভিযানে বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। ধরা পড়েছে দুষ্কৃতীরা। তবে সেগুলো ছিল হয় পিস্তল নয়তো দেশি পাইপ গান। এবার রিষড়ায় মেশিন গান ধরা পড়ায় চিন্তায় চন্দননগর পুলিশ।


কী বলছে পুলিশ:
বুধবার রিষড়া থানায় চন্দননগর পুলিশের ডেপুটি কমিশনার অরবিন্দ আনন্দ সাংবাদিকদের জানান, গত পনেরো দিন ধরে গোটা রাজ্যের সঙ্গে চন্দননগর পুলিশও বিশেষ অভিযান চালাচ্ছে বেআইনি অস্ত্রের খোঁজে। রিষড়ার যে দুজনকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে আগেও মাদকের (drug) কারবার-সহ নানা অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেফতারও হয়েছে। তাই তাদের উপর নজর রাখা হচ্ছিল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নতুনগ্রামে হানা দেয় রিষড়া থানার পুলিশ ও গোয়েন্দাদের একটি দল। ধৃত দুজনের কাছ থেকে মেশিন গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের  হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। কোথা থেকে মেশিন গান কেনা হয়েছে, কী উদ্যেশ্যেই বা কেনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ডিসি বলেন, 'গত পনেরো দিনে চন্দননগর পুলিশ শুধু শ্রীরামপুর জোনেই ৩৪টা অস্ত্র মামলা রুজু হয়েছে। ৪২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ৩৬ টা আগ্নেয়াস্ত্র ও ৪৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। চন্দননগর পুলিশ বেআইনি অস্ত্রের খোঁজ জারি রাখছে পাশাপাশি দুষ্কৃতিদের উপর নজরদারী চালানো হচ্ছে রাতদিন।'


আরও পড়ুন: অজানা জন্তুর পায়ের ছাপ, আতঙ্কে ধূপগুড়ির বাসিন্দারা