ধনেখালি : হুগলির ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান । বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর' স্লোগান তোলে তৃণমূলের। ধনেখালিতে হনুমান পুজো সেরে ফেরার পথে লকেটকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়। তৃণমূলের মঞ্চ থেকে ওঠে স্লোগান।


যদিও এপ্রসঙ্গে লকেট বলেন, "এতে আমার কিছু যায় আসে না। তৃণমূলের প্রত্যেকে আগে নিজেরা আয়নার দিকে তাকাক। নিজেদের নেতা-মন্ত্রী সবাই জেলে রয়েছেন। নিজেরা তোলাবাজি-চিটিংবাজি-সিন্ডিকেটবাজি সবেতে, এঁরা সবাই যুক্ত রয়েছেন। এজন্য অস্তিত্ব রক্ষার লড়াই এঁরা করছেন। শেষ লড়াই এঁরা করছেন।"


যদিও পাল্টা তরফে একজন বলেন, "এখানে উনি এসেছিলেন ক্লাবের অনুষ্ঠানের জন্য। কিন্তু, এখানে এসে উনি রাজনীতির কথা বলে গেলেন। গরিব মানুষের ১০০ দিনের টাকাটা কোথায় যাচ্ছে ? আপনি কেন দিচ্ছেন না ? আপনি এখানে কে চোর, কে ডাকাত তার ভাষণ দিচ্ছেন। আপনারা কি সাধু ? আপনার অমিত শাহের ছেলে জয় শাহ টাকা করেননি ? শুভেন্দু অধিকারী টাকা করেননি ? একা দিদিমণি চোর আর ওরা কি ডাকাত ? " 


প্রসঙ্গত, গত বছর আগাস্ট মাসে রোজভ্যালির সঙ্গে লকেট চট্টোপাধ্য়ায়ের যোগাযোগের অভিযোগ তুলে, বিজেপি সাংসদের বিরুদ্ধে ED-র দ্বারস্থ হন বিধাননগর পুরসভার এক তৃণমূল কাউন্সিলর। যদিও লকেট দাবি করেন, নুসরত বিতর্ক থেকে নজর ঘোরাতেই এমনটা করছে তৃণমূল।


বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের পাল্টা হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। রোজভ্যালি চিটফান্ডের সঙ্গে যোগাযোগের অভিযোগে ED-র দ্বারস্থ হন বিধাননগর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসী সিংহ রায়। বিধাননগরের তৃণমূল কাউন্সিলর বলেন, 'সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের রোজভ্যালির একজন বেনিফিসিয়ারি।' 


এর আগে বিধানসভা ভোটের প্রাক্কালেও এই একই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ, লকেট তো সারদার গলার লকেট, লকেট হয়ে ঘুরে বেড়ায়, সব জানি।' বাবুল সুপ্রিয় এখন বিজেপি ছেড়ে তৃণমূলে! মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভার সদস্য়ও। আর লকেট চট্টোপাধ্য়ায় একদা তৃণমূল ঘনিষ্ঠ হলেও, বর্তমানে বিজেপির দাপুটে সাংসদ!


সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'আমি ছবিতে কাজ করতাম বলে আমাকে বলা, আজকে যিনি আছেন বাবুল সুপ্রিয়, তাঁকে নিয়েও বলেছিল, বাবুল সুপ্রিম আজকে তো ওইখানে আছেন, বাবুল সুপ্রিয় নিজের বিষয়টা জানান।'