সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা 'দুয়ারে রেশন' কর্মসূচী নিয়ে সমস্যার সৃষ্টি হল পান্ডুয়ায়। রেশন নিতে গিয়ে গ্রাহকদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়াল পান্ডুয়ার বৈঁচিগ্রামের চৌবেরা গ্রামে। গ্রাহকদের অভিযোগ মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর সরকারি ভাবে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে। পান্ডুয়া ব্লকের বিভিন্ন গ্রামে চলছে দুয়ারে রেশন। কিন্তু বৈঁচি চৌবেরার রেশন ডিলার এই প্রকল্প শুরু করেননি।


অনেক দূর থেকে ডিলারের বাড়িতে আসতে হয় গ্রাহকদের। এরপর যদিও দোকানে এলেও বায়োমেট্রিক করা নিয়ে নানা বাহানা করেন ডিলার। সেখ আব্দুল রসিদ নামে এক গ্রাহক বলেন, সব জায়গায় দুয়ারে রেশন চালু হলেও চৌবেড়া গ্রামের ডিলার প্রভাত কর একদিনও দুয়ারে রেশন দেননি।


গ্রাহককের অভিযোগ, কয়েক মাইল হেঁটে গ্রাহকদের আসতে হয় রেশন নিতে। তার উপর বায়োমেট্রিক নিয়ে সমস্যা হলে রেশন থেকে বঞ্চিত হতে হয় গ্রাহককে। অনেকের অভিযোগ, গ্রামবাসীরা রেশন ডিলারকে অনেকবার অনুরোধ করলেও তিনি শোনেননি। আজ তাই বিক্ষোভ হয়েছে। প্রয়োজনে রেশন দোকান বন্ধ করে দেব, এমনই সুর শোনা যায় ক্ষুদ্ধ গ্রাহকদের থেকে।


আরও পড়ুন, সকালে লটারি কেটে দুপুরেই কোটিপতি, আনন্দে দিশেহারা অ্যাম্বুলেন্স চালক


সম্প্রতি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন চালুর ১৫ দিনের মধ্যেই ধাক্কা । পরিকাঠামো তৈরি না থাকায় ডিসেম্বর মাসে দুয়ারে রেশন না দেওয়ার কথা ঘোষণা করল বাঁকুড়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশান । ডিসেম্বর মাসে এই প্রকল্প থেকে অব্যাহতি চেয়ে তাঁরা খাদ্য দফতরে আবেদন জানাবেন বলেও জানানো হয়েছে । যদিও জেলা খাদ্য সরবরাহ দফতরের তরফে বলা হয়েছে সরকারি প্রকল্প এভাবে বন্ধ করা যাবেনা । সমস্যা থাকলে প্রকল্প চালু রেখেই আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলা হবে ।


নভেম্বর মাসের ১৬ তারিখে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য জুড়ে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নভেম্বরে বাঁকুড়া জেলা জুড়ে এই প্রকল্প চালুও হয়ে । কিন্তু সেই প্রকল্প চালু হওয়ার পনেরো দিনের মধ্যেই ফের তা বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিল বাঁকুড়ায় । আজ বাঁকুড়া জেলা এম আর ডিলার অ্যাসোসিয়েশান রীতিমত সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করল দুয়ারে রেশনের জন্য যে পরিকাঠামো দরকার তা তাদের নেই । এমত অবস্থায় তারা ডিসেম্বর মাসে গ্রাহকদের দরজায় পৌঁছে দিতে পারবে না রেশন সামগ্রী ।