সৌরভ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডুয়া, হুগলি :  জমি-বিবাদে (Land Dispute) চিকিৎসক ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল হুগলির (Hooghly) পাণ্ডুয়ায়। স্থানীয় সূত্রে খবর, পূর্ত দফতরের জমিতে ৩০ বছরেরও বেশি সময় ধরে হোমিওপ্যাথ চিকিৎসক নীরদবরণ সাধুখাঁ-র চেম্বার রয়েছে।


অভিযোগ, ওই সরকারি জমি স্থানীয় কয়েকজন নিজেদের বলে দাবি করায় চিকিৎসকের সঙ্গে বিবাদ বাধে। তার জেরে গতকাল রাতে চেম্বার বন্ধের সময় চিকিৎসক ও তাঁর ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাণ্ডুয়া থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।


৩০ বছর ধরে এলাকাবাসীর ভরসা তিনি। আক্রান্ত হলেন সেই চিকিৎসকই (Doctor)। জমি বিবাদের জেরে, হুগলির পাণ্ডুয়ায় চিকিত্‍সক ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠল। হারাল হাটতলায় পূর্ত দফতরের এই জমিতেই গত ৩০ বছর ধরে চেম্বার করেন হোমিওপ্যাথ চিকিত্‍সক নীরদবরণ সাধুখাঁ। 


ঠিক কী হয়েছে


প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযোগ, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ চেম্বার বন্ধ করার সময়, স্থানীয় কয়েকজন এসে ওই চিকিত্‍সক ও তাঁর ছেলের ওপর চড়াও হন। তাঁরা দাবি করেন, যে জমিতে চেম্বার, সেটি তাঁদের। এই নিয়ে দু’পক্ষে বচসা হয়। অভিযোগ সেই সময়েই ষাটোর্ধব ওই চিকিত্‍সক ও তাঁর ছেলেকে মারধর করা হয়। আহত চিকিত্‍সককে প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়ার ইমামবড়া হাসপাতালে ভর্তি করা হয়।  


আক্রান্ত চিকিত্‍সকের ছেলে সুহৃদয় সাধুখাঁ বলেছেন, 'পূর্ত দফতরের জায়গায় ৩০ বছর ধরে বাবা ডাক্তারি করে। গতকাল চেম্বার বন্ধ করতে গেলে ৫ জন চড়াও হয়। আমাকেও মারধর করে। পুলিশে অভিযোগ করেছি। পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে।' যদিও অভিযুক্তদের দাবি, জমিটি তাঁদেরই। চিকিত্‍সক নতুন বোর্ড দেওয়ায় তাঁরা প্রতিবাদ করতে গেছিলেন। মারধর করেননি। অভিযুক্ত রাজা সরকার বলেছেন, 'এটা পূর্ত দফতর নয়, আমাদের জমি। ডাক্তারবাবু বোর্ড লাগিয়েছিল। বলতে গিয়েছিলাম। তখন ডাক্তারবাবুই মারধর করে। আমরাও মেডিক্যাল চেকআপ করেছি।'


চিকিত্‍সকের ছেলে পাণ্ডুয়া থানায় ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন। 


আরও পড়ুন- মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি,প্রধানমন্ত্রী-রাজ্যপালকে চিঠি বিজেপি বিধায়কের