সোমনাথ মিত্র, হুগলি: হুগলির  (Hooghly) সিঙ্গুরে (Singur) জোড়া খুন (Double Murder)। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভরা বাজারের মধ্যে কুপিয়ে খুন করে আততায়ী। সেখান থেকে পালিয়ে গিয়ে বাজারের রাস্তায় একইভাবে হত্যা করা হয় নিহতের ভাইকে । ঘটনায় আটক অভিযুক্ত। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। 


ভরা বাজারে আচমকাই হামলা! কিছু বুঝে ওঠার আগেই একজনকে কুপিয়ে খুন!নৃশংস হত্যাকাণ্ডের পর রক্তাক্ত হাতিয়ার হাতে দৌড় আততায়ীর!বাজার পেরিয়ে ৩-৪০০ মিটারের মধ্যেই নিহতের ভাইকে বাগে পেয়ে তাঁকেও হত্যা করল ওই ব্যক্তি। 


শুক্রবার জোড়া খুনের ঘটনায় আতঙ্ক ছড়াল হুগলির সিঙ্গুর থানা এলাকার মির্জাপুর গ্রামে। নিহতদের নাম নির্মল মালিক (৪০) ও রাজকুমার মালিক (৩৫)। দুই ভাই কৃষিকাজের সঙ্গে যুক্ত। 


নিহতদের পরিবার সূত্রে খবর, এদিন দুপুরে মির্জাপুর স্টেশন লাগোয়া বাজারে গিয়েছিলেন নির্মল।তিনি যাওয়ার কিছুক্ষণ পড়ে বাজারের উদ্দেশ্যেই রওনা তাঁর ভাই রাজকুমার। 


নিহত নির্মল মালিকের স্ত্রী শ্রাবন্তী মালিক বলেছেন, বাজারে যাবে বলে বেড়িয়েছিল। কি হয়েছে কিছুই জানি না।


প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজারের মধ্যেই নির্মলকে কুপিয়ে খুন করে আততায়ী। সেখান থেকে পালিয়ে বাজারে আসার রাস্তায় দ্বিতীয় খুন করে অভিযুক্ত। 
সিঙ্গুরের মির্জাপুরের স্থানীয় বাসিন্দা মীরা রায় জানিয়েছেন,  চিৎকার শুনে বেরিয়ে দেখি একটা লোক রক্তাক্ত অবস্থা রাস্তায় পড়ে কাতরাচ্ছে। আমরা গিয়ে জল দিলাম। তারপর সবাই হাসপাতালে নিয়ে গেল।  


খুনের পর আতঙ্কে বাজার বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই উত্তম সাঁতরা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। হুগলি গ্রামীণের পুলিশ সুপার জানিয়েছেন, ধৃত ব্যক্তি নিহতদের পরিচিত। এদিন এদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে অশান্তি হয়েছিল। সেই কারণেই খুন বলে অনুমান। তবে কী নিয়ে অশান্তির সূত্রপাত তা জানার চেষ্টা করা হচ্ছে। 


গত মাসেই সম্পত্তি বিবাদে সিঙ্গুরে খুন হন একই পরিবারের ৪ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ৫০ দিনের মাথায় ফের জোড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটল সিঙ্গুরে।