সৌরভ বন্দ্যোপাধ্যায়, আরামবাগ: ডিভিসি-র ছাড়া জলে পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা। জেলায় জেলায় বাঁধ ভেঙে বিপত্তি। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নামেন আরামবাগের দৌলতপুরে হেলিপ্যাডে। সেখানে তিনি কথা বলেন দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে।


তার আগে, এদিন সকালে আরামবাগের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন অপরূপা পোদ্দার। সেখানেই তিনি ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তৃণমূল সাংসদের দাবি, সপ্তাহখানেক আগে কেন্দ্রীয় প্রতিনিধিদল এসে দেখে যায় কতটা জল ছাড়লে ভাসবে এলাকা। 


অপরূপার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদের এই দাবিকে কটাক্ষ করেছে বিজেপি। এদিন অপরূপাকে উদ্দেশ্য করে দলের সর্বভারতীয় সহ-সভাপতি সথা সাংসদ দিলীপ ঘোষ বলেন,  কতদিন রাজনীতি করছেন, ছোটবেলায় যে কথা বলতেন, বড় হয়েও সে কথা বলছেন। 


গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। অজয়ের ভয়াল স্রোতে বানভাসি পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। আউশগ্রাম থেকে মঙ্গলকোট, যেদিকে দুচোখ যায়, শুধু জল আর জল। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন অসংখ্য মানুষ। 


গতকালই, ডিভিসি-র ছাড়া জলে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় গতকালই ফের একবার ম্যান মেড বন্যার অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি বৃষ্টির জন্য আমাদের বন্যা হত, তাহলে আমরা এটা বুঝতাম, যে বৃষ্টি বেশি হচ্ছে। সেটাকে আমরা সামলাচ্ছি। কিন্তু, বন্যা তো আল্টিমেটলি হচ্ছে জল ছাড়ার জন্য। ম্যান মেড ফ্লাড।


মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই তাঁর নির্দেশে দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন একাধিক মন্ত্রী। বাঁকুড়ায় যাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমানে অরূপ বিশ্বাস, হুগলিতে ফিরহাদ হাকিও ও বেচারাম মান্না এবং মেদিনীপুরে থাকবেন মানস ভুঁইয়া।


আরও পড়ুন: ডিভিসির জলে প্লাবিত একাধিক জেলা, 'ম্যান মেড বন্যা'র অভিযোগ মমতার


আরও পড়ুন: পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা, পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী