সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: আবারও উত্তরপাড়ায় (uttarpara) ফাঁকা ফ্ল্যাটে চুরি। উত্তরপাড়া থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে বাজার লেনে চুরি। দিনে দুপুরে চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত এক অভিযুক্ত। উত্তরপাড়ার (uttarpara) বাজার লেনের ঐন্দ্রিলা অ্যাপার্টমেন্টের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাসের ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগে চোরেরা ফ্ল্যাটে ঢোকে। সেই সময় প্রাণকৃষ্ণ দাস ও তার স্ত্রী কৃষ্ণা দাস ছেলেকে স্কুলে ভর্তির জন্য বেরিয়েছিলেন। ফ্ল্যাটের দরজার ইন্টারলক ভেঙে ঘরে ঢোকে। ঘরের আলমারির তালা ভেঙে লকার থেকে নগদ টাকা,আংটি,সোনার গয়না চুরি করে তারা। তবে চুরি করে পার পেলোনা তারা। চুরি করে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পরে যায় এক চোর। ফ্ল্যাট মালিক প্রাণকৃষ্ণ দাসের শ্যালক ফ্ল্যাটে গিয়ে দেখে দরজার তালা ভাঙা, ঘরে ঢুকে সব লন্ডভন্ড দেখে সন্দেহ হওয়াতে চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা একজনকে ধরে ফেলে। চলে মারধর। এরপর তাকে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। এক দেড় মাসের মধ্যে উত্তরপাড়া থানা এলাকায় পরপর আবাসনে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।


কিছুদিন আগেই, উত্তরপাড়ার (Uttarpara) বিপিএমবি সরণীর একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা হয় বলে জানা গিয়েছে। শনিবার সকালে ব্যাঙ্ক খুলতে গিয়ে তা নজরে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। তবে টাকা লুঠ করতে পারেনি দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর পাওয়া মাত্রই থানা থেকে পুলিশ গিয়ে পৌঁছয়। এটিএম সংস্থায় খবর দেওয়া হয়। তাদের লোকজন এসে এটিএম পরীক্ষা করে দেখেন।তাতে দেখা যায়, কিয়স্কের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটি উধাও হয়ে গিয়েছে।


এটিএম সংস্থার কর্মী শুভময় বিশ্বাস বলেন, “দেখে মনে হচ্ছে, এটিএম ভাঙলেও, ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। টেকনিশিয়ান ডাকা হয়েছে। সংস্থার অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।” চন্দননগর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।