সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া : পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। দিন দুয়েক আগেই দিনের বেলায় ফ্ল্যাটে চুরি করতে এসে এলাকার মানুষের হাতে ধরা পরে এক চোর। আজ ফের সামনে এল একই রকম ঘটনা। আর কে স্ট্রিটে রাস্তার ধারে তিন তলা ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনটি আলমারি ভেঙে, সমস্ত জিনিস লন্ডভন্ড করে দেয় দুষ্কৃতী বা দুষ্কৃতীরা। চুরির(Theft) এই ঘটনা প্রকাশ্যে আসতেই নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে এলাকায়।


আজ সকালে বাড়ির গাড়ি চালক এসে দেখতে পান, মেন গেটের তালা ভাঙা। এরপর স্থানীয় পুর প্রতিনিধি ও পুলিশকে বিষয়টি জানানো হয়।


দিন দুয়েক আগেই উত্তরপাড়ায় (uttarpara) ফাঁকা ফ্ল্যাটে চুরির চেষ্টার ঘটনা ঘটে। উত্তরপাড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাজার লেনের ঘটনা। ধরা পড়ে এক অভিযুক্ত।


আরও পড়ুন ; উত্তরপাড়ায় দিনে দুপুরে ফাঁকা ফ্ল্যাটে চুরি, ধৃত ১


উত্তরপাড়ার (uttarpara) বাজার লেনের একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা প্রাণকৃষ্ণ দাসের ফ্ল্যাট ফাঁকা থাকার সুযোগে চোরেরা ফ্ল্যাটে ঢোকে। সেই সময় প্রাণকৃষ্ণ দাস ও তাঁর স্ত্রী কৃষ্ণা দাস ছেলেকে স্কুলে ভর্তির জন্য বেরিয়েছিলেন। ফ্ল্যাটের দরজার ইন্টারলক ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। ঘরের আলমারির তালা ভেঙে লকার থেকে নগদ টাকা,আংটি,সোনার গয়না চুরি করে তারা। তবে চুরি করে পার পায়নি তারা। চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পরে যায় এক চোর। ফ্ল্যাট মালিক প্রাণকৃষ্ণ দাসের শ্যালক ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজার তালা ভাঙা, ঘরে ঢুকে সব লন্ডভন্ড দেখে সন্দেহ হওয়ায় চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা একজনকে ধরে ফেলে। চলে মারধর। এরপর তাকে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। 


এক দেড় মাসের মধ্যে উত্তরপাড়া থানা এলাকায় পরপর আবাসনে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। তারা শহরে ফের নৈশ প্রতিরোধ বাহিনী কার্যকরী করার দাবি জানাচ্ছে। নাহলে এই ধরনের চুরির ঘটনা কমবে না বলে আশঙ্কা তাঁদের। শহরের পুরপ্রশাসক জানান, তিনি এনিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন পুলিশের সাথে কথা বলবেন।