সৌরভ বন্দ্যোপাধ্যায় ও মোহন দাস, হুগলি: গোপনে মহিলার ছবি তোলার প্রতিবাদ করে আক্রান্ত হলেন হুগলির খানাকুল পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য অরূপ দাস। শরীরে ধারাল অস্ত্রের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। হামলার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
অন্যের বাড়িতে ঢুকে গোপনে মহিলার ছবি তোলার অভিযোগ। প্রতিবাদ করতে গিয়েই, আক্রান্ত হলেন তৃণমূল নেতা। ধারাল অস্ত্রের কোপে ক্ষত-বিক্ষত হল শরীর। হোলির দিন সকালের এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির খানাকুলের হেলান গ্রামে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি খানাকুল পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য অরূপ দাস। হামলা চালানোর অভিযোগে গ্রেফতার হলেন এক BSNL কর্মী, তাঁর স্ত্রী ও ছেলে। তৃণমূল নেতা বলেন, "একজন অভিযোগ করেছিল, অভিযুক্তর বাড়িতে বোঝাতে গেলে হামলা চালায়।"
আরও পড়ুন, পাঞ্জাবে সরকার গঠন করেই বড় ঘোষণা, ২৫ হাজার সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত
স্থানীয় সূত্রে খবর, রাজেশ গুপ্ত নামে ধৃত BSNL কর্মী, মোবাইল ফোনের ক্যামেরায় গোপনে মহিলাদের ছবি তোলেন। এ বিষয়ে কয়েকজন মহিলা রামমোহন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান টগরী দাসের স্বামী অরূপ দাসের কাছে নালিশ করেন। এরপর শনিবার সকালে রাজেশের বাড়ি যান খানাকুল পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য অরূপ দাস।
রাজেশকে এমন কাজ করতে নিষেধ করেন তিনি। অভিযোগ, তখনই তরোয়াল নিয়ে তৃণমূল নেতার ওপর চড়াও হন BSNL কর্মী। খানাকুলের ওই এলাকার বাসিন্দা নীলকান্ত ধক বলেন, "রাজেশের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে।" আরামবাগের SDPO জানিয়েছেন, এই ঘটনায় BSNL কর্মী রাজেশ গুপ্তকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্ত্রী, ছেলেকে পাকড়াও করা হয়েছে।