সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কুয়াশার কারণে লোকাল ট্রেন সময়মতো না চলার অভিযোগে হুগলির তালান্ডু স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, সময়মতো লোকাল ট্রেন চালানো হচ্ছে না, অথচ মালগাড়ি পাস করানো হচ্ছে। এই অভিযোগে সকাল ৭টা নাগাদ নিত্যযাত্রীরা হাওড়া বর্ধমান মেন লাইনে অবরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় ব্যান্ডেল জিআরপি। শেষপর্যন্ত আড়াই ঘণ্টা পর অবরোধ ওঠে। এর ফলে লোকাল ও মেল ট্রেন সহ একাধিক ট্রেন দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে।
বেশ কিছু দিন ধরে কুয়াশা জন্য ও মাল গাড়ি পাশ করার জন্য লোকাল ট্রেন সময় আসছে না। তার ফলে অফিস যাত্রী ও অন্যান্য যাত্রীরা সঠিক সময়ে কাজে যেতে পারছে না। তার জন্যই এই অবরোধ। এই ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। অশান্তি চরমে উঠতেই ঘটনাস্থলে পৌঁছয় ব্যান্ডেল GRP থানার পুলিশ। অবরোধের ফলেই ভোগান্তির মুখে যাত্রীরা।
এদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের (Bank Privatization) বিরোধিতায় দুদিনের ধর্মঘটের (Strike) প্রথম দিনেই প্রভাব পড়ল রাজ্যে (West Bengal)। কলকাতা থেকে জেলা, সর্বত্র ব্যাঙ্ক বন্ধ ছিল এদিন। একাধিক জায়গায় এটিএম (ATM) পরিষেবা না মেলার অভিযোগ উঠেছে। ব্যাঙ্ককর্মী সংগঠনগুলির দাবি, সাধারণ মানুষের আমানত সুরক্ষিত রাখতেই তাঁদের এই আন্দোলন।
বেসরকারিকরণের (Privatization) প্রতিবাদে বৃহস্পতি ও শুক্রবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট। প্রথম দিনই তার প্রভাব পড়ল রাজ্যে। ধর্মতলা থেকে বিবাদীবাগ, গড়ফা থেকে কালিকাপুর - কলকাতার সর্বত্র বেশিরভাগ ব্যাঙ্কের শাটার নামানো ছিল এদিন। বন্ধ ব্যাঙ্কের সামনে জায়গায় জায়গায় পিকেটিং করতে দেখা গিয়েছে আন্দোলনকারী ব্যাঙ্ক কর্মীদের। ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ সভাপতি উদয় কর্মকরা বলেন, ব্যাঙ্ক বেসরকারিকরণ হলে মানুষের আমানতের সেফটি থাকবে না। মানুষের জন্যই আন্দোলন।
ব্যাঙ্ক ধর্মঘটে শুধুমাত্র হাসপাতাল লাগোয়া এটিএমগুলিকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এসএসকেএম হাসপাতালের সামনে থাকা এটিএমেও টাকা মেলেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত হাসপাতালের ভিতরে থাকা এটিএম থেকে টাকা সংগ্রহ করতে হয়েছে সাধারণ মানুষকে।