সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : বিয়ের বাইরে সম্পর্ক। তাই নিয়ে টানাপোড়েন। তার জেরে হিংসার অভিযোগ। আবারও এই জাতীয় ঘটনা ঘটল বাংলায়। এবার ঘটনাস্থল হুগলি। 

 বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার অভিযোগ


অভিযোগ , বিবাহ বহির্ভূত সম্পর্কে ( Extra Marital Affair )বাধা দেওয়ার পর জাতীয় কবাডি খেলোয়াড়ের উপর আক্রমণ করা হয়। এলোপাথারি ছুরি নিয়ে আক্রমণ করে নিখিল মণ্ডল নামে এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চন্দননগর কলুপুকুর এলাকায়। অভিযোগ, জ্যোতি তিওয়ারি নামে এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের ছিলেন মানকুণ্ডুর কুমরোবাগান লেনের নিখিল।


জানা গিয়েছে, মাঝে মধ্যেই জ্যোতির বাড়িতে আসা যাওয়া ছিল নিখিলের। রবিবার সন্ধ্যায় জ্যোতির বাড়ি আসেন নিখিল। সেই সময় পাড়া প্রতিবেশীরা বাধা দেয়।প্রতিদিন কেন ওই বাড়িতে নিখিল আসেন জানতে চায় প্রতিবেশীরা। এরপরেই নিখিলের সঙ্গে বচসা সৃষ্টি হয়। নিখিল হঠাৎ ছুরি বের করে এলোপাথারি ভাবে আক্রমণ করে স্থানীয় বাসিন্দাদের উপর। এরপর স্থানীয়রাও নিখিল ও জ্যোতিকে আক্রমণ করে বলে অভিযোগ। এতে তারাও আহত হয়।

জাতীয় কবাডি খেলোয়াড় আক্রান্ত
জানা গিয়েছে, এই ঘটনার সময় সেখান থেকে যাচ্ছিলেন জাতীয় কবাডি খেলোয়াড় রাম সাহা। বচসা দেখে থামাতে গেলে তাঁর উপরেই আক্রমণ করে নিখিল। ঘটনায় আহতদের নাম রাম সাহা,অমর ঘোষ ও আশিস ধারা। রাম ২০১৯ সালে সাফ গেমস ( Kabaddi at the South Asian Games )খেলেছিলেন  ভারতের হয়ে। তা ছাড়াও তিনি প্রো কবাডি লিগে পটনা ও দিল্লির হয়ে খেলেছেন।

তাঁদের চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। নিখিল ও জ্যোতি কে পুলিশ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে স্থানীয়রা তাঁদের উপর ফের চড়াও হওয়ার চেষ্টা করে। এই সময় ধাক্কাধাক্কিতে পুলিশের গাড়ির কাচ ভেঙে যায়। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে চন্দনগর থানার পুলিশ

আরও পড়ুন :


লাগামছাড়া হয়েছে মাছ-মাংস, চালের দাম, জেনে নিন বাজার দর