সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: দলের নির্দেশ ছিল টিকিট না পেয়ে যাঁরা নির্দলে দাঁড়িয়েছেন তাদের সরে দাঁড়াতে হবে। কিন্তু অনেকেই অমান্য করেছে তা। তৃণমূল এবার পুর ভোটে সেই সব নির্দলদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে। প্রয়োজনে তাঁদের বহিষ্কারও করা হবে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় নির্বাচনে অনেক সময় দেখা গেছে দল টিকিট না দেওয়ায় দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দলে দাঁড়িয়ে জিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছেন অনেকে। এতে বিড়ম্বনায় পড়তে হয় দলকে। এবার তাই ভোট হবার আগেই কড়া অবস্থানের কথা জানিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
কিন্তু এত কিছুর পরেও শ্রীরামপুরে দেখা যাচ্ছে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলে লড়াই করছেন রাজেশ শাহ। ফ্লেক্স ব্যানার ছাপিয়ে এলাকায় প্রচারও শুরু করেছেন। শ্রীরামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে তৃনমূল প্রার্থী করেছে রাজেশের স্ত্রী রেখা রানী শাহকে। রাজেশ ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর দাবীদার ছিলেন। সেখানে দল টিকিট দিয়েছে আইনজীবী জয়দীপ মুখােপাধ্যায়। তৃণমূলের টিকিট না পেয়ে রাজেশ তাই জয়দীপের বিরুদ্ধে নির্দল প্রার্থী। স্ত্রী তৃণমূল প্রার্থী। তাহেল তিনি নির্দল কেন? রাজেশ জানান, সাত বছর ধরে ১০ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকেছেন। তাঁর ভালো সংগঠন রয়েছে ওই ওয়ার্ডে। দল টিকিট দেয়নি। সিপিএম যাতে না যেতে তাই তিনি নির্দলে। তৃণমূল যাঁকে টিকিট দিয়েছে তিনি বহিরাগত।
অন্যদিকে, রেখা রানী শাহ বলেন, ''তৃণমূল আমাকে প্রার্থী করেছে এর জন্য আমি কৃতজ্ঞ। একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে আমার। স্বামী নির্দলে দাঁড়িয়েছেন সেটা তাঁর নিজস্ব ব্যাপার। আমি যতটুকু জানি তিনি মানুষের জন্য কাজ করেছেন তাই এলাকার মানুষের দাবি মেনে তিনি প্রার্থী হয়েছেন নির্দলে।'' তৃণমূল প্রার্থী জয়দীপ মুখার্জি বলেন, ''দল গতবার রাজেশ শাহ ও তাঁর স্ত্রীকে টিকিট দিয়েছিল। দশ নম্বর ওয়ার্ডে রাজেশ জিততে পারেননি। এবার দল তাই নতুন প্রার্থী করে ঠিকই করেছে কোনও ভুল করেনি। কারও উচ্চাকাঙ্খা থাকতে পারে। এর জবাব মানুষ দেবে।''
এদিকে, সিপিএম প্রার্থী সুমঙ্গল সিং বলেন, ''আমার লড়াইটা তৃনমূলের সঙ্গে। যিনি এবার নির্দলে দাঁড়িয়েছেন তাঁকে হারিয়ে কাউন্সিলর হয়েছিলাম। এবার আমাকে সাহায্য করার জন্য তিনি নির্দলে দাঁড়িয়েছেন।''
শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরভোট প্রচারে এসে বলেছিলেন, যদি কেউ নির্দলে দাঁড়ায় তাঁরা আসলে তৃণমূল করে না, বিজেপির দালাল হিসাবে কাজ করছে। হুগলি শ্রীরামপুর,বৈদ্যবাটি,কোন্নগর,চাঁপদানী,উত্তরপাড়া সহ কয়েকটি পুরসভায় তৃনমূলের টিকিট না পেয়ে নির্দলে মনোনয়ন করেছেন একাধিক তৃনমূলের নেতা কর্মী। পুরুলিয়া, ঝারগ্রামে নির্দলদের বহিষ্কার করেছে তৃণমূল।