সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চণ্ডীতলায় এক প্রৌঢ়কে ঘুষি মেরে খুনের অভিযোগ তাঁরই বন্ধুর বিরুদ্ধে। গতকাল রাত ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, চণ্ডীতলার ভগবতীপুরে এলাকার চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন দুই বন্ধু শেখ রিয়াজুল হক ও আব্দুল সুকুর। আচমকাই দুজনের মধ্যে তর্কাতর্কি থেকে বচসা শুরু হয়।
অভিযোগ, আচমকাই রিয়াজুলকে ঘুষি মারেন সুকুর। সংজ্ঞা হারিয়ে পড়ে যান রিয়াজুস। তাঁকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই মৃতের প্রতিবেশীরা ওই চায়ের দোকান ও অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালান। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
সম্প্রতি নানুরে পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর হাতে খুন হন স্ত্রী। ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত সিধাই গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গ্রামেরই হানিফ শেখ এর সঙ্গে বছর দুয়েক আগে বিয়ে হয় মরিয়মের। তারপর থেকেই অশান্তি চলতে বলে পরিবার সূত্রে খবর।
দীর্ঘদিন ধরে মরিয়ম বিবির সাথে তার স্বামী শেখ হানিফ এর পারিবারিক বিবাদ চলছিল। এরপর একদিন দুপুরে তা চরম আকার নেই।বাড়ির খামারে, মরিয়ম বিবি যখন দাঁড়িয়ে ছিলেন ঠিক সেই সময়ে ধারালো অস্ত্র দিয়ে কম মারতে থাকে শেখ মরিয়ম। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
জখম হন স্বামী হানিফ শেখও। তাঁকে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পারিবারিক বিবাদের জেরে গৃহবধূর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নানুরে। খুনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঠিক কী কারণে খুন তা তদন্ত শুরু করে নানুর থানা পুলিশ।
আরও পড়ুন: Murshidabad: রানিনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীদের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে অধীর