মোহন দাস, হুগলি: আরামবাগে (Arambaga) বালি খাদানে ইজারাদারকে মারধরের ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ। এ দিকে পুরপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেও, এবার ছেড়ে আসা দল তৃণমূলেই (TMC) ফিরতে চান, পুরভোটে পরাজিত নির্দল প্রার্থী। এ নিয়ে মন্তব্য করতে চায়নি দলের শীর্ষ নেতৃত্ব। মার খাওয়ার পর, তৃণমূলে ফেরার ইচ্ছা পরাজিত নির্দল প্রার্থীর (Independent Candidate)।
বুধবার হুগলির (Hoogly) আরামবাগে (Arambag) এভাবেই মারধর করা হয়েছিল ইজারাদার আজিজুল হোসেনকে। যিনি পুরভোটে তৃণমূলের (TMC) টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়াই করেন ও হেরে যান। আক্রান্ত হওয়ার পর তিনি অভিযোগ করেছিলেন, আরামবাগের পুরপ্রধান ও তৃণমূল নেতা সমীর ভাণ্ডারীর অনুগামীরা তাঁকে মারধর করেছেন কিন্তু বৃহস্পতিবার সেই আজিজুলই হোসেনই পুরনো দল তৃণমূলে (TMC) ফেরার ইচ্ছা প্রকাশ করলেন। যদিও এনিয়ে মন্তব্য করতে চায়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
আরামবাগের আক্রান্ত ইজারাদার ও পুরভোটে পরাজিত নির্দল প্রার্থী আজিজুল হোসেন জানাচ্ছেন, আমি শুনলাম ৪ জন গ্রেফতার হয়েছে, আইনের উপর আস্থা আছে, বাকিরাও ধরা পড়বে। আমি তৃণমূল করতাম, আমি চাইব আমার উপর যাতে হামলা না করে, যেন দলে ফিরে স্বাভাবিক কাজকর্ম করতে পারি ।
বালি খাদানে আজিজুলকে মারধরের ঘটনায় ১০ জনের নামে FIR দায়ের হয়েছে। তার মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: BJP: রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ, নবান্ন অভিযানে বিজেপি
বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলছেন, এটা আই ওয়াশ, আর কিছুই নয়। ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল। এমন ধারা দেবে, কিছুদিনের মধ্যে ছাড়া পাবেন। যাতে ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল না হয়, তাই উনিও তৃণমূলের ফিরতে চাইছেন। ধৃতদের মধ্যে ৩ জনকে ৩ দিনের পুলিশ হেফাজত এবং একজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আরামবাগ মহকুমা আদালত।