দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হাওড়ার (Howrah) আমতায় (Amta) ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) মৃত্যুই হোক বা রামপুরহাট হত্যাকাণ্ড (Rampurhat Violence), রাজ্যে আইনশৃঙ্খলা (Law and order situation) পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে রাজ্য বিজেপি (BJP)। এই প্রেক্ষাপটে এবার নবান্ন অভিযানের কর্মসূচি নিল গেরুয়া শিবির। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘নবান্ন অভিযান কর্মসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু দিন এখনও চূড়ান্ত হয়নি। দু’টি তারিখ নিয়ে আলোচনা চলছে।’ বিজেপি সূত্রে খবর, ২২ অথবা ২৬ এপ্রিল নবান্ন অভিযান হতে পারে। 


রামপুরহাটকাণ্ড নিয়ে বিজেপি-র রিপোর্ট


ইতিমধ্যেই রামপুরহাটকাণ্ডে দলের সর্বভারতীয় সভাপতিকে দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আইনশৃঙ্খলা ইস্যুতে জেলায় জেলায় কর্মসূচিও শুরু করেছে গেরুয়া শিবির। কলকাতায় মিছিলে নেতৃত্ব দিয়েছেন সুকান্ত মজুমদার। এই পরিস্থিতিতে নবান্ন অভিযান করে আন্দোলনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাইছেন বঙ্গ বিজেপি নেতারা। গেরুয়া শিবির সূত্রে খবর, নবান্ন অভিযানের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেলেই এ নিয়ে প্রচারে নেমে পড়বে বিজেপি শিবির।


বিজেপি-কে পাল্টা আক্রমণ তৃণমূলের


পাল্টা বিজেপিশাসিত রাজ্যগুলির আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ‘কেন্দ্রীয় রিপোর্টের দিকে তাকাক। নির্যাতনে উত্তরপ্রদেশ সবার ওপরে। বিচ্ছিন্ন একটা রামপুরহাট। এসব নিয়ে না করে কেন্দ্রীয় নেতাদের দিকে তাকাক।’


অমিত শাহর দরবারে রাজ্য বিজেপি নেতৃত্ব


এদিকে, বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি-র বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা। সোমবার বিধানসভায় রক্তারক্তি হয়। নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। মনোজ টিগ্গা-সহ সাত জন বিজেপি বিধায়কও আক্রান্ত হন বলে অভিযোগ। সুকান্ত মজুমদারের বক্তব্য, বৃহস্পতিবার অমিত শাহর কাছে অভিযোগ জানিয়েছেন মনোজ টিগ্গা। পাশাপাশি রামপুরহাটকাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।


আরও পড়ুন "হাতি এগোলে কুকুর চিৎকার করতেই থাকে", তৃণমূল নেতার মন্তব্যে পোস্টার দিয়ে প্রতিবাদ বিজেপির