সোমনাথ মিত্র, হুগলি: তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) দর্শনাথীদের প্রবেশের জন্য আজ থেকেই বাড়ল সময়সীমা। সকাল ৫.৩০ থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। ৩টি প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। বন্ধ থাকবে তারকেশ্বর মন্দিরে (Tarakeswar Temple) ঢোকার বাকি ২টি গেট। গর্ভগৃহে ঢুকতে পারবেন না পুণ্যার্থীরা। মন্দিরে ঢুকতে বাধ্যতামূলক মাস্ক (Covid Rules)।
এতদিন করোনা পরিস্থিতিতে (Corona) একাধিক বিধি-নিষেধ (Covid Rules) আরোপ ছিল মন্দিরে। সকাল ৫:৩০ থেকে দুপুর ২টো পর্যন্ত এবং সন্ধেতে ৬টা থেকে রাত্রি ৮টা মন্দিরে প্রবেশ করতে পারতেন ভক্তরা। দুপুর ২টোর পর থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকত মন্দিরের দরজা। আজ থেকে সেই বিধি-নিষেধ উঠে গেল।
জানানো হয়েছে সকাল ৫.৩০ মিনিটে গেট খোলার পর একটানা রাত ৮টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকবে। ভক্তরা দূর থেকে দর্শন করতে পারবেন। তবে গর্ভগৃহে প্রবেশে অনুমতি নেই। জল ঢালতে হবে চোঙাতেই। মন্দিরে প্রবেশের সময় সীমা শিথিল করার পর ব্যবসা বৃদ্ধির আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তাঁরা খুশি।
এ প্রসঙ্গে তারকেশ্বর পুরসভার (Tarakeswar Municipality) প্রশাসক স্বপন সামন্ত বলেন, 'তারকেশ্বর মন্দির ও মঠের মোহান্ত মহারাজ নোটিস দিয়ে জানিয়েছেন, ১০ নভেম্বর থেকে মন্দির আগের মতোই খোলা থাকবে। সরকারী করোনাবিধি মেনে চলতে হবে যাত্রীদের। মাস্ক পরে ভক্তদের মন্দির চত্বরে প্রবেশ করতে হবে এবং দূরত্ববিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন মন্দিরের দরজা বন্ধ ছিল ভক্তদের জন্য। চলতি বছরের ৩ জুন মন্দিরের দরজা খোলা হয়। তখন মন্দিরে প্রবেশের সময়সীমা ছিল সকাল ৭ টা থেকে দুপুর ১২টা। পরবর্তীকালে করোনা সংক্রমন কমতে থাকায় ধাপে ধাপে মন্দিরে প্রবেশের সময়সীমা শিথিল করে মন্দির কর্তৃপক্ষ। তবে আরোপ ছিল একগুচ্ছ বিধি-নিষেধ। শ্রাবণ মাসে বাঁক যাত্রা বা জল যাত্রা বন্ধ থাকার কথাও ঘোষণা করেছিল মন্দির কর্তৃপক্ষ। সেই মতো শ্রাবণ মাসে বিগত বছরের ন্যায় লক্ষ লক্ষ মানুষের ভিড় এবারে না হলেও স্থানীয়ভাবে ভক্ত সমাগম হয়েছিল মন্দিরে।
মন্দিরের গেটে থার্মাল চেকিং, প্রয়োজনে করোনা টেস্ট, একসঙ্গে ২০০ জনের বেশী ভক্তদের মন্দিরে ঢুকতে না দেওয়ার মতো বিধি-নিষেধ আরোপ ছিল সারা শ্রাবণ মাস জুড়েই।