সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: এ রাজ্যে গন্তব্য পৌঁছনোর অন্যতম পথ হচ্ছে রেললাইন। প্রতিদিন বহু মানুষ লোকাল ট্রেনে (Local Train) করেই যাতায়াত করেন। কর্মস্থলে যাওয়ার জন্য এর বিকল্প কিছু হয় না। কিন্তু এবারে সেই পরিষেবায় ছেদ পড়তে চলেছে। ফলে আরও সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। রেল লাইনে কাজ করার জন্য বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। 


২৭ মে বর্ধমানের জন্য হাওড়া (Howrah) থেকে শেষ লোকাল ট্রেন ছাড়বে বেলা ১২.৩০ মিনিটে। হাওড়ার জন্য শেষ বর্ধমান (Burdwan) লোকাল ছাড়বে বেলা ১২.২৫ মিনিটে, এমনটাই খবর। এদিন একাধিক মেল এক্সপ্রেস বাতিলের কথাও জানান হয়। এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনের সময়সূচিতেও হয়েছে প্রচুর পরিবর্তন করা হয়েছে। 


একনজরে ট্রেনের পরিবর্তিত সময়সূচী


২৭ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে শেষ লোকাল ট্রেন ছাড়বে বেলা ১২.৩০ মিনিটে। হাওড়ার জন্য শেষ বর্ধমান লোকাল ছাড়বে বেলা ১২.২৫ মিনিটে।  ব্যান্ডেলের জন্য ২৭ মে হাওড়া থেকে শেষ লোকাল  ছাড়বে দুপুর ১.৩৩ মিনিটে। হাওড়ার জন্য শেষ ব্যান্ডেল লোকাল স্টেশন ছাড়বে দুপুর ২.১২ মিনিটে। কাটোয়ার জন্য ২৭ মে হাওড়া থেকে শেষ লোকাল ট্রেন  ছাড়বে বেলা ১২.১০ মিনিটে। হাওড়ার জন্য শেষ কাটোয়া লোকাল ছাড়বে সকাল ১০.২০ মিনিটে।৩০ মে ব্যান্ডেলের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন  ছাড়বে দুপুর ২.৪০ মিনিটে। হাওড়ার জন্য প্রথম ব্যান্ডেল লোকাল  ছাড়বে দুপুর ৩.১০ মিনিটে। ৩০ মে বর্ধমানের জন্য হাওড়া থেকে প্রথম লোকাল ট্রেন  ছাড়বে দুপুর ২.২০ মিনিটে। হাওড়ার জন্য প্রথম বর্ধমান লোকাল  ছাড়বে দুপুর ২.৪০ মিনিটে। ওই একই দিন কাটোয়ার জন্য হাওড়া থেকে প্রথম লোকাল  ছাড়বে দুপুর ২.৩০ মিনিটে। হাওড়ার জন্য প্রথম কাটোয়া লোকাল  ছাড়বে দুপুর ২.৪৫ মিনিটে।


আরও পড়ুন, 'ঘাড় ধাক্কা দিয়ে গরাদে ভরে দেওয়া দরকার', পার্থ প্রসঙ্গে তোপ অধীরের



পূর্ব রেলের তরফে জানান হয়েছে, দু’ দিন পুরোপুরি বন্ধ ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। ব্যান্ডেল-শক্তিগড় শাখায়, থার্ড লাইন সম্প্রসারণের কাজ হচ্ছে। তার জেরে ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। এর ফলে ২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে। বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য হাওড়া থেকে চুঁচুড়া শাখায় চলবে বেশ কিছু স্পেশাল ট্রেন।  


কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে? 


পূর্ব রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস-সহ ব্যান্ডেল স্টেশন দিয়ে যাওয়া একাধিক ট্রেন।