সোমনাথ মিত্র, তারকেশ্বর (হুগলি) : রবিবার বেলা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarkeshwar) লাইনে ট্রেন চলাচল। তারকেশ্বর থেকে বাইরখণ্ড স্টেশনের মাঝে একটি কালভার্ট মেরামতির জন্য যা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। রেল দফতর সূত্রে জানা গেছে, ডাউন ও আপ লাইনে শনিবার রাত থেকে রবিবার বেলা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল। ডাউন লাইনে আজ রাত ১০.৪৫ থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত ট্রেন থাকবে বন্ধ। পাশাপাশি আপ লাইনে রবিবার সকাল ১০.৪৫ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ।
কী কী ট্রেন বাতিল
রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাতে ৩টি আপ ও ২ টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে । আর রবিবার সকালে ৭টা আপ এবং ১৪টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার দুপুরের পর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা। তবে হাওড়া থেকে হরিপাল অবধি রবিবার সকালে কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানা গেছে।
আরও পড়ুন- কাজ বকেয়া, বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত ব্যান্ডেল শাখায়, জানুন কতদিন
(রেলের বিজ্ঞপ্তি)
কালভার্ট মেরামতি
ইতিমধ্যে কালভার্ট মেরামতির কাজ শুরু করেছে রেল দফতর। মাটি কাটার যন্ত্র দিয়ে কাজ শুরু করেছে রেল দফতর। ইস্টার্ন রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রণজিৎ কুমার বিশ্বাস বলেন, ব্রীজটা অনেকটা পুরানো তাই সেখানে RCC বক্স লাগানো হবে। তারজন্য রাতে ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে। তবে হরিপাল থেকে কয়েকটি স্পেশাল ট্রেন চলবে।
এদিকে, বকেয়া কাজের জন্য প্রায় একমাস ব্যান্ডেল (Bandel) শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের (Local Trains Cancelled) সিদ্ধান্ত। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ বাকি রয়েছে। তাই আজ থেকে ৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় ১০টি EMU লোকাল বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া থেকে ৩টি, ব্যান্ডেল থেকে ৪টি, কাটোয়া, বর্ধমান ও মেমারি থেকে একটি করে EMU বাতিল করার কথা জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।