সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : ১০ দিনের মাথায় উত্তরপাড়ায় ( Uttarpara ) ফের তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার পড়ল। কয়েকটি পোস্টারের নিচে বিজেপির রঘুনাথপুর শাখার নাম লেখা রয়েছে। তাহলে কি এলাকায় আসছেন না বিধায়ক ? এই বিষয়ে কী বলছেন এলাকার মানুষ ? 


বুধবার সকালে জিটি রোড ও দিল্লি রোডের সংযোগস্থলে ডানকুনি থানা এলাকায় রঘুনাথপুর বাজারে এই পোস্টার দেখা যায়। এর আগে ২৯ অক্টোবর, উত্তরপাড়ার হিন্দমোটর এলাকায় তৃণমূল বিধায়ক কাঞ্চল মল্লিকের নামে নিখোঁজ পোস্টার পড়ে। সেইসময় পোস্টার-বিতর্কে গুরুত্ব দিতে চাননি বিধায়ক। আগে উত্তরপাড়া-কোতরং পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ধরনের পোস্টার দেখা যায়। সেদিনই অবশ্য  নিজের বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচি পালন করেন উত্তরপাড়ার বিধায়ক ( Kanchan Mallik ) । নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে দাবি তৃণমূল বিধায়কের। সাধারণ মানুষ যদিও বলছেন, স্থানীয় এক ক্লাবে তিনি ফি সপ্তাহেই জনসংযোগ করেন। তাহলে বিজেপি এ হেন পোস্টার ফেলল কেন। 


 শত্রুঘ্ন সিন্হার নামে  পোস্টার
কিছুদিন আগে আসানসোলে শত্রুঘ্ন সিন্হার নামে  পোস্টার ( ‘Missing’ Shatrughan Sinha poster ) পড়ে যায়।  বিহারীবাবু নামে পরিচিত তিনি , কিন্তু বিহারীদের সবচেয়ে বড় উত্সব ছটপুজোয় নিজের লোকসভা কেন্দ্রে নিখোঁজ কেন, এই নিয়ে প্রশ্ন তোলা হয় পোস্টারে।  ছট পুজোর আগে আসানসোলের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার পড়ে কুলটির বিভিন্ন এলাকায়। পোস্টারের নিচে লেখা ছিল 'বিহারী জনতা আসানসোল'।


পোস্টার ঘিরে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আনসারির দাবি, ' এইসব পাগল লোকেদের কাজ। উনি তো মাসে মাসে আসানসোলে আসেন। ' 


তবে মিসিং পোস্টার পড়া রাজনীতিতে নতুন কিছু নয় ! গত বছরের শেষাশেষি  হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে পড়ে নিখোঁজ পোস্টার। পাণ্ডুয়ার বিভিন্ন জায়গা পোস্টার লাগানো হয়। বিজেপি এর পিছনে তৃণমূলের হাত দেখলেও, রাজ্যের শাসকদলের দাবি ছিল জনগনই সাংসদকে দেখতে না পেয়ে পোস্টার লাগিয়েছে। 

আবার তার কিছুদিন আগের কথা। বাবুল সুপ্রিয় তখন বিজেপিতে। পোস্টার পড়ে 'ভোটের পর থেকে নিখোঁজ বাবুল সুপ্রিয়' ।  পোস্টার পড়ে জামুরিয়া বাস স্ট্যান্ড এলাকায়। যা নিয়ে তুঙ্গে ওঠে তৃণমূল-বিজেপির তরজা। এরপর অবশ্য গঙ্গার জল গড়িয়েছে বহুদূর। বিজেপির বাবুল এখন তৃণমূল বিধায়ক ! 


Kanchan Mullick: কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার ! কোথায় গেলেন তিনি ?